হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মার্কিন-ফিলিপাইন সম্পর্ক লৌহবর্মে সুরক্ষিত: ব্লিঙ্কেন

চীনের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই ফিলিপাইনকে সমর্থনের আশ্বাস দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। আজ মঙ্গলবার ম্যানিলা সফরের সময় তিনি ফিলিপাইনের প্রতি আমেরিকার লৌহ-সুরক্ষিত নিরাপত্তা প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

এ বিষয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, দক্ষিণ চীন সাগরে প্রতিদ্বন্দ্বিতামূলক পরিস্থিতিতে গত কয়েক মাসে ম্যানিলা ও বেইজিংয়ের মধ্যে ঝগড়া-বিবাদ বেড়েছে। তবে ম্যানিলায় গিয়ে এ বিষয়ে ব্লিঙ্কেন বলেছেন, ‘এই জলপথগুলো ফিলিপাইনের নিরাপত্তার এবং এর অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ।’

ফিলিপাইনের পররাষ্ট্রসচিব এনরিক মানালোর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে দক্ষিণ চীন সাগরকে এর আশপাশের অঞ্চল, যুক্তরাষ্ট্র এবং বাকি পৃথিবীর জন্যও গুরুত্বপূর্ণ বলে মত দেন ব্লিঙ্কেন। তিনি বলেন, ‘এ কারণেই আমরা ফিলিপাইনের সঙ্গে দাঁড়িয়েছি এবং পারস্পরিক প্রতিরক্ষা চুক্তিসহ আমাদের লৌহবদ্ধ প্রতিরক্ষা প্রতিশ্রুতিতে এক হয়েছি।’

এ সময় ম্যানিলা ও ওয়াশিংটন তাদের জোটকে আরও ‘উন্নত’ করতে প্রতিশ্রুতিবদ্ধ বলে মত দেন ফিলিপিনো পররাষ্ট্রসচিব মানালো। 

ব্লিঙ্কেনের এই সফরকে ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের জন্য মার্কিন সমর্থনকে আরও জোরদার হিসাবেও দেখা হতে পারে। মার্কোস তাঁর পূর্বসূরি রদ্রিগো দুতার্তের বিপরীতে ওয়াশিংটনের দিকে ঝুঁকেছেন। আগের প্রেসিডেন্ট দুতার্তে ছিলেন চীনঘেঁষা।

এদিকে আজ মঙ্গলবার হোয়াইট হাউস ঘোষণা করেছে, প্রেসিডেন্ট জো বাইডেন আগামী মাসেই ফিলিপিনো প্রেসিডেন্ট মার্কোস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে একটি শীর্ষ বৈঠকের আয়োজন করবেন।

১০০ কোটি ডলার দিয়ে ট্রাম্পের গাজা পরিষদে থাকছে যেসব দেশ, ‘না’ বলল যারা

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’