হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে হত্যাকাণ্ডের সংবাদ সম্প্রচারের সময় গুলিতে সাংবাদিক নিহত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের অরল্যান্ডোতে হত্যাকাণ্ডের সংবাদ প্রচারের সময় গুলিতে এক সাংবাদিক নিহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজন এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির গণমাধ্যম সিএনএন জানায়, স্থানীয় সময় বুধবার (২২ ফেব্রুয়ারি) অরেঞ্জ কাউন্টিতে এই ঘটনা ঘটে। নিহত ওই সাংবাদিক ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ নামের একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। ঘটনাস্থলে ৯ বছরের এক শিশুও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছে।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন শিশুটির মা এবং অপর এক সাংবাদিক। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তাঁরা। গ্রেপ্তার ১৯ বছর বয়সী কেইথ মোজেস এই হত্যাকাণ্ডে জড়িত বলে জানিয়েছে পুলিশ। এর আগে তিনি ২০ বছরের এক নারীকে হত্যা করেন।

স্থানীয় সময় বুধবার সকালে ওই নারী নিহত হন। এ ঘটনা সম্প্রচার করতে ‘স্পেক্ট্রাম নিউজ ১৩’ টেলিভিশনের দুই সাংবাদিক ঘটনাস্থলের কাছে যান। ধারণা করা হচ্ছে, ওই নারীর সন্দেহভাজন হত্যাকারীই ফেরার পথে দুই সাংবাদিককে গুলি করে। এর পর পার্শ্ববর্তী বাড়ির এক নারী ও শিশুকে গুলি করে বলে জানায় পুলিশ। তবে এটি পরিকল্পিত নাকি আকস্মিক হামলা, তা জানা যায়নি।

পরে সন্দেহভাজন হামলাকারী ১৯ বছর বয়সী কেইথ মোজেসকে আটক করে পুলিশ। হত্যাকাণ্ডের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

এ ঘটনায় বুধবার রাতে প্রতিক্রিয়া জানিয়েছে হোয়াইট হাউস। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারিন জ্যঁ পিয়েরে এক টুইটে বলেন, ‘আজ ফ্লোরিডায় নিহত সাংবাদিকদের পরিবার, নিউজ টিম ও আহতের প্রতি আন্তরিক সহমর্মিতা জানাই।’

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব