হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে ছুরিকাঘাতে ইউক্রেনের তরুণী নিহতের ঘটনায় বিতর্ক তুঙ্গে

আজকের পত্রিকা ডেস্ক­

ছুরিকাঘাতে নিহত ইরিনা জারুতস্কা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার শার্লটে একটি ট্রেনে নির্মমভাবে খুন হয়েছেন এক ইউক্রেনীয় শরণার্থী তরুণী। ভয়াবহ এ ঘটনার ভিডিও প্রকাশিত হওয়ার পর দেশজুড়ে আলোচনার ঝড় উঠেছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্রের বড় শহরগুলোতে অপরাধ দমনে ব্যর্থতা নিয়ে।

শার্লটে-মেকলেনবার্গ পুলিশ জানিয়েছে, গত ২২ আগস্ট রাত প্রায় ১০টার দিকে ২৩ বছর বয়সী ইরিনা জারুতস্কাকে ট্রেনে নির্দয়ভাবে ছুরিকাঘাত করা হয়। ইউক্রেন যুদ্ধ থেকে বাঁচতে ২০২২ সালে তিনি মা, ভাই ও বোনের সঙ্গে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছিলেন। পরিবার ও বন্ধুরা জানিয়েছে, তিনি দ্রুত নতুন জীবনে মানিয়ে নিয়েছিলেন।

ভিডিওতে দেখা যায়, ট্রেনে উঠে ইরিনা অভিযুক্ত ব্যক্তির সামনে বসেন। প্রায় সাড়ে চার মিনিট পর অভিযুক্ত ব্যক্তি পকেট থেকে ছুরি বের করে তাঁকে তিনবার আঘাত করেন। পুলিশি নথিতে বলা হয়েছে, আক্রমণের আগে দুজনের মধ্যে বাদানুবাদ তো দূরের কথা, কোনো ধরনের কথাও হয়নি।

অভিযুক্ত ৩৪ বছর বয়সী ডিকার্লোস ব্রাউনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রথম ডিগ্রির হত্যার অভিযোগ আনা হয়েছে। তিনি অতীতেও সশস্ত্র ডাকাতি, প্রতারণা ও ভাঙচুরের দায়ে জেল খেটেছেন। তাঁর মানসিক স্বাস্থ্য সমস্যার অভিযোগও আগে থেকে রয়েছে। আদালত তাঁকে ৬০ দিনের জন্য মানসিক স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দিয়েছেন।

শার্লটের মেয়র ভি লাইস তাঁর প্রথম প্রতিক্রিয়ায় নিহত ব্যক্তির নাম না উল্লেখ করে মূলত অভিযুক্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্য ও গৃহহীনতার প্রসঙ্গ তোলায় সমালোচনার মুখে পড়েন। পরে সামাজিক মাধ্যমে ইরিনা জারুতস্কার নাম প্রকাশ করে তিনি নিহত ব্যক্তির পরিবারের প্রতি সমবেদনা জানান। একই সঙ্গে নগরের নিরাপত্তা নিয়ে পুনর্বিবেচনার প্রয়োজনীয়তার কথা বলেন। তবে পরিবহনমন্ত্রী শন ডাফি মেয়রের বক্তব্যকে ‘দায় এড়ানো’ হিসেবে আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন।

ঘটনার পর আলোচনায় উঠে এসেছে সহিংস অপরাধ দমনে ব্যর্থতা ও বিচারব্যবস্থার দুর্বলতা। হোয়াইট হাউসের নীতিনির্ধারক স্টিফেন মিলারও গণমাধ্যমকে এ হত্যাকাণ্ডে পর্যাপ্ত গুরুত্ব না দেওয়ার অভিযোগ করেছেন।

যদিও পুলিশ বিভাগ বলছে, চলতি বছরের জানুয়ারি থেকে জুনের মধ্যে শার্লটেতে সহিংস অপরাধ ২৫ শতাংশ কমেছে। তবে ইরিনার হত্যাকাণ্ড নগরবাসীর মধ্যে আতঙ্ক বাড়িয়েছে।

ইউক্রেনে প্রতিদিনের বোমাবর্ষণ থেকে বাঁচতে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া ইরিনা শেষপর্যন্ত সেখানেই সহিংসতার শিকার হলেন। তাঁকে স্মরণ করে এক পারিবারিক বন্ধু বলেন, ‘ওর হৃদয় ছিল সোনার মতো। সব সময় সাহায্য করত। ভীষণ কষ্ট হচ্ছে যে এমন একজন মানুষকে আমরা হারালাম।’

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প