হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে ফৌজদারি মামলা থেকে ‘আংশিক’ দায়মুক্ত ট্রাম্প

যেকোনো ধরনের ফৌজদারি মামলা থেকে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আংশিক দায়মুক্তি দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। কেবল ডোনাল্ড ট্রাম্প নন, যুক্তরাষ্ট্রের সব সাবকে প্রেসিডেন্টকেই এই দায়মুক্তির আওতায় আনা হয়েছে সর্বোচ্চ মার্কিন আদালতের রায়ে। 

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল সোমবার এ রায় দেন সুপ্রিম কোর্ট। দেশটির প্রধান বিচারপতি জন রবার্টসের নেতৃত্বে ৯ সদস্যের একটি বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এই রায়ে ছয়জন বিচারক দায়মুক্তি দেওয়ার পক্ষাবলম্বন করেন এবং তিনজন এর বিরোধিতা করেন। 

রায়ে মার্কিন সুপ্রিম কোর্ট বলেন, মার্কিন প্রেসিডেন্ট থাকাকালীন ট্রাম্প যেসব দাপ্তরিক অপরাধমূলক পদক্ষেপ নিয়েছেন, সেসব ক্ষেত্রে দায়মুক্তি পাবেন। তবে প্রেসিডেন্ট হওয়ার আগে যেসব অপতৎপরতা সংশ্লিষ্ট অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে, সেগুলোর ক্ষেত্রে কোনো সুবিধা পাবেন না তিনি। 
 
উল্লেখ্য, ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার চেষ্টা, পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ঘুষ প্রদান, কর ফাঁকি ও রাষ্ট্রীয় গোপন নথি নিজ বাড়িতে সরানোর অভিযোগে বেশ কয়েকটি মামলা চলছে ট্রাম্পের বিরুদ্ধে। 
 
সোমবার সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন সে অনুসারে, নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার চেষ্টা ও রাষ্ট্রের গোপন নথি সরানোর জন্য দায়মুক্তি পেতে পারেন ট্রাম্প। কিন্তু স্টর্মি ড্যানিয়েলস এবং কর ফাঁকির মামলায় তা ঘটবে না। এ রায়ের ফলে ২০২০ সালের নির্বাচনের ফলাফল উল্টে দেওয়ার ষড়যন্ত্রে সংশ্লিষ্টতার অভিযোগের মামলাটি এখন স্বয়ংক্রিয়ভাবে ফের নিম্ন আদালতে চলে যাবে। এত দিন এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন ছিল। 

সুপ্রিম কোর্টের যে তিন বিচারক এই রায়ে সমর্থন জানানো থেকে বিরত ছিলেন, তাঁদের একজন বিচারপতি সোনিয়া সোটোমেয় বলেন, ‘শুধু প্রেসিডেন্ট পদে থাকার কারণে কোনো ব্যক্তি অপরাধ থেকে দায়মুক্তি পাচ্ছেন—এমনটা এই দেশের ইতিহাসে এর আগে কখনো ঘটেনি। আমার মনে হয়েছে, এই রায় দেশের গণতান্ত্রিক ব্যবস্থার পরিপন্থি। তাই আমি এতে সমর্থন জানাইনি।’

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া