হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সিরিয়ায় নতুন করে তুরস্কের সেনা অভিযান, তীব্র বিরোধিতা যুক্তরাষ্ট্রের

সিরিয়ায় নতুন করে সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। তুরস্কের এই অভিযানের তীব্র বিরোধিতা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন গতকাল বুধবার সিরিয়ার ক্রমবর্ধমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বার্তা সংস্থা রয়টার্স আজ বৃহস্পতিবার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। 

এ ছাড়া গত ১৩ নভেম্বরে ইস্তাম্বুলে হামলার জন্য লয়েড অস্টিন শোক প্রকাশ করেছেন বলে জানিয়েছে পেন্টাগন। এক বিবৃতিতে পেন্টাগন বলেছে, উত্তর সিরিয়ায় তুরস্কের সাম্প্রতিক বিমান হামলা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। তিনি বলেছেন, জঙ্গিগোষ্ঠী আইএসআইসকে হটাতে স্থানীয় সিরীয়দের সঙ্গে কাজ করছেন মার্কিন কর্মীরা। কিন্তু তুরস্কের সাম্প্রতিক হামলা ও অভিযান মার্কিন কর্মীদের জন্য সরাসরি হুমকি সৃষ্টি করেছে। 

রয়টার্স বলেছে, এসব হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন লয়েড অস্টিন এবং তুর্কি সামরিক অভিযানের তীব্র বিরোধিতা করেছেন তিনি। 

এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গতকাল বুধবার তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হুলুসি আকরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। ফোনালাপের সময় তিনি সিরিয়ায় তুর্কি সেনাদের নতুন অভিযান শুরুর ব্যাপারে তীব্র বিরোধিতা করেছেন। 

গত ১৩ নভেম্বরে ইস্তাম্বুলে বোমা হামলা হয়েছে। এ হামলার জন্য সিরিয়ার কুর্দি গোষ্ঠীকে অভিযুক্ত করে সিরিয়া ও ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলগুলোতে বিমান হামলা শুরু করেছে তুরস্ক। এসব হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী তুরস্কের প্রতিরক্ষামন্ত্রীকে টেলিফোন করেন। 

২০১৬ সাল থেকে উত্তর সিরিয়ায় কুর্দি বাহিনীর বিরুদ্ধে লড়াই করছে তুরস্ক। 

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া