হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

উইসকনসিনে প্যারেডের মধ্য দিয়ে গাড়ি চালানোর ঘটনায় আহত ২০

যুক্তরাষ্ট্রের উইসকনসিনে একটি প্যারেডের মধ্যে দিয়ে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় ২০ জন আহত হয়েছে। স্থানীয় পুলিশের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন বিষয়টি নিশ্চিত করেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় স্থানীয় সময় ১৭:০০ (জিএমটি ২৩:০০) মিলওয়াকির পশ্চিমে ওয়াউকেশা শহরে ক্রিসমাস প্যারেডের মধ্য দিয়ে একটি লাল স্পোর্টস ইউটিলিটি গাড়ি চালাচ্ছে। 

সেখানে অবস্থানরত দর্শকেরা চিৎকার করছে এবং  গাড়ির ধাক্কায় মাটিতে পড়ে যাচ্ছে।

পুলিশ  প্রধান ড্যান থমসন সাংবাদিকদের জানিয়েছে, তাঁরা একটি সন্দেহভাজন গাড়ি উদ্ধার করেছে। এ ছাড়া একজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়েছে। কিন্তু তাঁর সম্পর্কে জানাননি এই পুলিশ কর্মকর্তা

থমসন বলেছেন, এখন ঘটনাস্থল নিরাপদ রয়েছে।  

শহরের মেয়র শন রেইলি সংবাদ সম্মেলনে বলেছে আজকের রাত ওয়াউকেশা শহরের জন্য একটি বেদনাদায়ক। 

স্থানীয় বাসিন্দা অ্যাঞ্জেলিটো তেনোরিও মিলওয়াকি জার্নাল সেন্টিনেল সংবাদপত্রকে বলেছেন যখন ঘটনাটি ঘটেছিল তখন তিনি কুচকাওয়াজে মিছিল শেষ করেছিলেন।

তেনোরিও বলেন, 'আমরা একটি এসইউভি দেখেছি... প্যারেডের পথ ধরে দ্রুত আসছিল। তারপর আমরা একটি বিকট শব্দ শুনলাম। আর যারা গাড়ির ধাক্কা খেয়েছে তাঁদের চিৎকার। 

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত