সন্তানের জন্য জীবন বাজি রাখলেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার এক মা। সিংহের সঙ্গে লড়াই করে ছিনিয়ে নিয়ে এলেন প্রাণপ্রিয় সন্তানকে। ‘হিরো’ খেতাব পাওয়া সেই নারীর লড়াইয়ের গল্প প্রকাশ করেছে বিবিসি।
গত বৃহস্পতিবার সকালে বাড়ির কাছেই একটি গাছের নিচে খেলছিল লস অ্যাঞ্জেলসের কালাবাসাসের পাঁচ বছর বয়সী ছেলেটি। এ সময় তাকে আক্রমণ করে ৬৫ পাউন্ড ওজনের একটি পাহাড়ি সিংহ। সেখান থেকে তাকে টেনেহিঁচড়ে ৪৫ গজ দূরে নিয়ে যায় সিংহটি।
তার চিৎকার শুনে দৌড়ে আসেন মা। দেখতে পান ছেলেকে নিয়ে যাচ্ছে একটি সিংহ। খালি হাতেই সিংহের সঙ্গে লড়াই শুরু করেন সাহসী এই নারী। ক্রমাগত আঘাত করতে থাকেন সিংহকে। একের পর এক ঘুষি দিতে থাকেন। একসময় শিশুটিকে ছেড়ে দেয় ভয়ানক প্রাণীটি।
মাথা ও ধড়ে সামান্য আঘাত পেয়েছে শিশুটি। নেওয়া হয়েছে হাসপাতালে। খবর পেয়ে ঘটনাস্থলে যান ক্যালিফোর্নিয়ার মৎস্য ও বন্য প্রাণী বিভাগের লোকজন।
তাঁরা সিংহটি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলেন। বিভাগের মুখপাত্র প্যাট্রিক ফয় বলেন, এই সাহসী মা আসলেই একজন হিরো। তিনি নিজের জীবন বাজি রেখে সন্তানকে বাঁচিয়েছেন। ভয়ানক সিংহের সঙ্গে লড়াই করা এত সহজ নয়। তাঁর হাতে তখন কিছুই ছিল না। তবে সেই এলাকায় আরও দুইটি পাহাড়ি সিংহ দেখা গেছে।