হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৭ মাস পর প্রথমবারের মতো বাইডেন-চিনপিং ফোনালাপ 

সাত মাস পর প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের মধ্যে ফোনালাপ হয়েছে। আজ শুক্রবার সকালে এই ফোনালাপ হয়। যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস এবং চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের পক্ষ থেকে এই ফোনালাপের তথ্য নিশ্চিত করা হয়েছে।

হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়, ৯০ মিনিটের এই ফোনালাপে যুক্তরাষ্ট্র-চীনের সম্পর্ক এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। 

এই ফোনালাপ এমন সময় হলো যখন মানবাধিকার, করোনার উৎস, বাণিজ্য, জলবায়ু পরিবর্তন ইস্যুতে দুই দেশের মধ্যে বিরোধ চলছে।  

চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে বলা হয়, শি চিনপিংয়ের সঙ্গে জো বাইডেনের গভীর আলোচনা হয়েছে। বৈঠকে চীনের প্রেসিডেন্ট শি চিনপিং বলেছেন, যুক্তরাষ্ট্রের নীতি চীন-মার্কিন সম্পর্ককে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলে দিয়েছে। 

চীনের সংবাদমাধ্যমের পক্ষ থেকে বলা হয়, উভয় নেতাই যোগাযোগ চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছেন। 

গত ফেব্রুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ করেছিলেন শি চিনপিং। বাইডেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমতাগ্রহণের কিছুদিন পরই ওই ফোনালাপ হয়।

এই ফোনালাপের আগে একজন মার্কিন প্রশাসনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছিলেন, বেইজিংয়ের সঙ্গে আগের আলোচনা নিয়ে সন্তুষ্ট নয় হোয়াইট হাউস। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, আমরা আশা করেছিলাম যে বাইডেনের সঙ্গে সরাসরি কথা হলে এটি আরও বেশি প্রভাব ফেলবে। 

ওই কর্মকর্তা আরও জানান, বাইডেন এর আগে শি চিনপিংকে জানিয়েছেন যে মানবাধিকার ইস্যুতে চীনকে নিয়ে মার্কিন সরকারের যে নীতি রয়েছে তা থেকে সরে আসবে না তাঁর প্রশাসন। 

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য মার্কিন ভিসা স্থগিত হচ্ছে

চীন-রাশিয়ার হাত থেকে আমরাই গ্রিনল্যান্ডকে রক্ষা করতে পারি: ট্রাম্প

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের