হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি

আজকের পত্রিকা ডেস্ক­

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

সম্প্রতি এক মন্তব্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে।’ তবে ট্রাম্পের সেই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। কুইবেকের প্লেইন্স অব আব্রাহামে অনুষ্ঠিত মন্ত্রিসভার এক রিট্রিটে দেওয়া বক্তব্যে কার্নি স্পষ্ট ভাষায় জানান—কানাডা যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করে বাঁচে না, বরং নিজেদের পরিচয়, সক্ষমতা ও মূল্যবোধের কারণেই সমৃদ্ধ।

কার্নি বলেন, ‘কানাডা ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনীতি, নিরাপত্তা ও সংস্কৃতিতে একটি শক্তিশালী অংশীদারত্ব গড়ে উঠেছে। কিন্তু কানাডা যুক্তরাষ্ট্রের কারণে বেঁচে আছে—এই দাবি সত্য নয়। আমরা সমৃদ্ধ হই, কারণ আমরা কানাডীয়। আমরা আমাদের নিজের ঘরের মালিক। এটাই আমাদের দেশ, এটাই আমাদের ভবিষ্যৎ, আর সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদেরই।’

সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দুই নেতার মধ্যে প্রকাশ্য বাগ্‌যুদ্ধের পর এমন বক্তব্য দিলেন কার্নি। দাভোসে দেওয়া বক্তব্যে কার্নি যুক্তরাষ্ট্রের নাম সরাসরি উল্লেখ না করলেও বলেন, ‘নিয়মভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থা ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে।’ তিনি স্বীকার করেন, বৈশ্বিক রাজনীতিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বের কিছু সুফল রয়েছে, তবে পুরো নিয়মভিত্তিক বিশ্বব্যবস্থাকেই তিনি একটি ব্যর্থ ধারণা হিসেবে আখ্যা দেন। পাশাপাশি তিনি কানাডার মতো মধ্যম শক্তিধর দেশগুলোকে নিজেদের মূল্যবোধের ভিত্তিতে নতুন আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান।

এর জবাবে ডোনাল্ড ট্রাম্প একদিন পর নিজের বক্তব্যে কার্নিকে সরাসরি আক্রমণ করেন। তিনি বলেন, কানাডার ‘কৃতজ্ঞ থাকা উচিত’, কারণ দেশটি যুক্তরাষ্ট্রের কাছ থেকে ‘অনেক ফ্রি সুবিধা’ পায়—যদিও তিনি সেসব সুবিধার বিস্তারিত ব্যাখ্যা দেননি। ট্রাম্প বলেন, ‘আমি গতকাল তোমাদের প্রধানমন্ত্রীকে দেখেছি, তিনি তেমন কৃতজ্ঞ ছিলেন না। কানাডা যুক্তরাষ্ট্রের কারণেই বেঁচে আছে। পরের বার বক্তব্য দেওয়ার আগে এটা মনে রেখো, মার্ক।’

এই উত্তেজনার মধ্যেই ট্রাম্প তাঁর নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক খোলা চিঠিতে জানান—গাজা যুদ্ধ-পরবর্তী ভবিষ্যৎ ব্যবস্থাপনার জন্য গঠিত যুক্তরাষ্ট্র-নেতৃত্বাধীন ‘বোর্ড অব পিস’-এ কানাডার যোগদানের আমন্ত্রণ প্রত্যাহার করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ট্রাম্প ও কার্নির এই পাল্টাপাল্টি বক্তব্য দুই দেশের মধ্যে বাড়তে থাকা রাজনৈতিক দূরত্বকেই স্পষ্টভাবে তুলে ধরছে।

ইরানের সঙ্গে উত্তেজনার জের, কাতারে যুদ্ধবিমান পাঠাল যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্রে অভিবাসন পুলিশের হাতে আটক ৫ বছরের শিশু

আমাদের বড় নৌবহর যাচ্ছে ইরানের দিকে, দেখা যাক কী হয়: ট্রাম্প

শান্তি পরিষদে কানাডাকে চান না, আমন্ত্রণ ফিরিয়ে নিলেন ট্রাম্প

অবশেষে আনুষ্ঠানিকভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়ছে যুক্তরাষ্ট্র

লন্ডনে এক নারীর জীবন বাঁচিয়েছেন ট্রাম্পের কনিষ্ঠ পুত্র ব্যারন

১০০ কোটি ডলার দিয়ে ট্রাম্পের গাজা পরিষদে থাকছে যেসব দেশ, ‘না’ বলল যারা

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প