হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

লস অ্যাঞ্জেলেসের রাস্তায় তলোয়ারবাজি, শিখ যুবককে গুলি করে হত্যা করল পুলিশ

আজকের পত্রিকা ডেস্ক­

লস অ্যাঞ্জেলেস পুলিশের প্রকাশিত ভিডিওতে গুরপ্রীতকে তলোয়ারবাজি করতে দেখা যায়। ছবি: স্ক্রিনশট

ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস শহরে পুলিশের গুলিতে গুরপ্রীত সিং (৩৬) নামের এক শিখ যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি একটি ‘ম্যাচেট’ বা ‘খান্ডা’ হাতে নিয়ে আক্রমণাত্মক ভঙ্গিতে কসরত করছিলেন। কিন্তু তাঁর পরিবার ও শিখ সংগঠনগুলোর দাবি, গুরপ্রীত ঐতিহ্যবাহী শিখ মার্শাল আর্ট ‘গতকা’ প্রদর্শন করছিলেন।

লস অ্যাঞ্জেলেস পুলিশ বিভাগের প্রকাশিত ফুটেজ অনুযায়ী, গত ১৩ জুলাই শহরের ক্রিপ্টো ডটকম এরিনার কাছে ফিগুয়েরো স্ট্রিট এবং অলিম্পিক বুলভার্দের ব্যস্ত মোড়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, তাঁরা একজন ব্যক্তিকে বড় একটি ধারালো অস্ত্র নিয়ে পথচারীদের দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে তেড়ে যাওয়া দেখে ৯১১ নম্বরে একাধিক কল পান। এরপর সেখানে পুলিশ পাঠানো হয়।

পুলিশের বিবৃতি অনুযায়ী, গুরপ্রীত সিং রাস্তার মাঝখানে তাঁর গাড়ি দাঁড় করিয়ে রেখেছিলেন। বড় একটি অস্ত্র হাতে কসরত করছিলেন তিনি। একপর্যায়ে নিজের জিহ্বাও কাটার চেষ্টা করেন। কর্মকর্তারা তাঁকে অস্ত্র ফেলে দেওয়ার জন্য বারবার নির্দেশ দিলেও তিনি মানেননি। একপর্যায়ে তিনি পুলিশের দিকে একটি বোতল ছুড়ে মারেন এবং পালানোর চেষ্টা করেন।

গুরপ্রীত এরপর এলোমেলোভাবে গাড়ি চালাতে শুরু করেন এবং পুলিশের একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হলে সেটি ফিগুয়েরো ও দ্বাদশ স্ট্রিটের কাছে থেমে যায়। এরপর তিনি ধারালো অস্ত্র হাতে নিয়ে পুলিশ কর্মকর্তাদের দিকে তেড়ে যান। সেই মুহূর্তে পুলিশ তাঁকে লক্ষ্য করে গুলি চালায়।

গুরপ্রীতকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে দুই ফুট লম্বা একটি ম্যাচেট জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোনো পুলিশ কর্মকর্তা বা বেসামরিক ব্যক্তি আহত হননি। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।

যুক্তরাষ্ট্রে মাদক ও যৌনব্যবসা, ভারতীয় দম্পতি গ্রেপ্তার

বিক্ষোভে উত্তাল মিনেসোটা: আলাস্কা থেকে ১৫০০ সেনা পাঠানোর প্রস্তুতি পেন্টাগনের

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল