হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

দাবানল থেকে বাঁচতে সমুদ্রে ঝাঁপ দিল দ্বীপ শহরের বাসিন্দারা

তীব্র দাবানলে জ্বলছে হাওয়াই দ্বীপপুঞ্জের বিভিন্ন অংশ। এর মধ্যে চারদিকে সমুদ্র বেষ্টিত মাউই অংশের লাহাইনা শহরের অসংখ্য মানুষ আগুন থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়েছেন বলে জানিয়েছে বিবিসি। 

বুধবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হাওয়াইয়ের দাবানলকে কেয়ামতের সঙ্গে তুলনা করছে স্থানীয় গণমাধ্যমগুলো। এই দাবানলে লাহাইনা শহরটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষ ঘর-বাড়ি ছেড়ে পালিয়েছেন। তাঁদের অনেকেই সমুদ্রে অবস্থান করছেন। 

শহরটির বিদ্যুৎ ব্যবস্থাও নষ্ট হয়ে যাওয়ার পাশাপাশি ধ্বংসাবশেষের কারণে উদ্ধার তৎপরতায়ও ব্যাঘাত ঘটছে। 

বিবিসি জানিয়েছে, হাওয়াইয়ের বিভিন্ন অংশে অন্তত সাতটি দাবানলের সৃষ্টি হয়েছে। এর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মাউই অংশের লাহাইনা অঞ্চলও পুড়ছে। শহরটিতে প্রায় ১৩ হাজার মানুষ বসবাস করেন। 

মার্কিন কোস্টগার্ডের দেওয়া তথ্য অনুযায়ী, আগুন থেকে বাঁচতে সাগরে ঝাঁপিয়ে পড়া বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে। 

বর্তমানে লাহাইনা শহরে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা না গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে—শহরটির রাস্তা-ঘাট থেকে শুরু করে অসংখ্য বাড়ি-ঘর ও দোকান-পাট দাউ দাউ করে জ্বলছে। 

ডিকার নামে শহরটির এক বাসিন্দা জানান, দাবানলের কারণে অসংখ্য মানুষ মুহূর্তের মধ্যেই নিঃস্ব হয়ে গেছেন। 

ডাস্টিন কালেইপো নামে একজন বলেন, ‘আমাদের যা কিছু ছিল সব ধ্বংস হয়ে গেছে। আমাদের চার্চ, স্কুল, আমাদের সব স্মৃতিচিহ্ন চোখের পলকে নাই হয়ে গেছে।’ 

জানা গেছে, হ্যারিকেন ডোরার প্রভাবে লাহাইনার দাবানল বিপজ্জনক এবং শক্তিশালী হয়ে উঠেছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, তীব্র বাতাসের কারণে হেলিকপ্টারের মাধ্যমে আগুন নেভানোর প্রচেষ্টা বাধাগ্রস্ত হয়েছে।

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প