হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনের মোটর শোভাযাত্রার দুই গাড়ির সংঘর্ষ 

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের মোটর শোভাযাত্রার একটি স্পোর্টস ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেনও নিরাপদে রয়েছেন। বাইডেনের নিজ এলাকা ডেলাওয়্যারে এই দুর্ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেছেন, সংঘর্ষ ঘটার একটু আগে প্রেসিডেন্ট বাইডেন ও তাঁর স্ত্রী জিল বাইডেন মোটর শোভাযাত্রা থেকে নেমে তাঁদের নির্বাচনী প্রচারণার প্রধান কার্যালয়ে চলে যান। তাঁর দুজনেই নিরাপদ রয়েছেন। 

হোয়াইট হাউসের প্রেস পুলের তথ্যানুসারে, দুর্ঘটনা ঘটার সময় ডেলাওয়্যারের উইমিংটনে নির্বাচনী প্রচারণা দলের সঙ্গে ডিনার শেষে বৃষ্টিস্নাত রাস্তায় জো বাইডেন, তাঁর স্ত্রী জিল বাইডেন ও অন্যরা। এ সময় বাইডেন সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডেলাওয়্যারের লাইসেন্সধারী একটি রুপালি রঙে সেডান গাড়ি বাইডেনের মোটর শোভাযাত্রার একটি এসইউভিকে ধাক্কা দেয়।

রুপালি রঙের সেডানটি এসইউভিকে ধাক্কা দেওয়ার পর সেটির বাম্পার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ধাক্কা দেওয়ার পরপরই গাড়িটি বন্ধ হয়ে যায়। এ সময় বাইডেনের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তারা দ্রুত গাড়িটি ঘিরে ফেলে এবং অস্ত্রের মুখে গাড়িটির চালককে নামিয়ে আনেন।

স্থানীয় সিসিটিভি ফুটেজ থেকে দেখা যায়, ঘটনার পরপরই মার্কিন সিক্রেট সার্ভিসের এজেন্টেরা জো বাইডেনকে ঘিরে ফেলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনার পর জো বাইডেন ও জিল বাইডেন নিরাপদেই তাঁদের উইমিংটনের বাড়িতে ফিরে যান।

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা