হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

কৃষ্ণসাগরে যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন: হোয়াইট হাউস

জাপোরিঝিয়া অঞ্চলে রুশ সেনাদের অবস্থান লক্ষ্য করে গোলা নিক্ষেপ করছে ইউক্রেনের সেনারা। ছবি: সিএনএন

মার্কিন হোয়াইট হাউস মঙ্গলবার জানিয়েছে, রাশিয়া ও ইউক্রেন পৃথক বৈঠকে কৃষ্ণসাগরে বলপ্রয়োগ বন্ধের বিষয়ে সম্মত হয়েছে। দুই পক্ষের সঙ্গে আলাদাভাবে এই আলোচনা সৌদি আরবে মার্কিন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।

পৃথক বিবৃতিতে হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেন একমত হয়েছে যে তারা নিরাপদ নৌপরিবহন নিশ্চিত করবে, বলপ্রয়োগ বন্ধ করবে এবং সামরিক কাজে বাণিজ্যিক জাহাজ ব্যবহারের অবসান ঘটাবে।

কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও নিশ্চিত করেছেন, রাশিয়া ও তাঁর দেশ কৃষ্ণসাগরে সামরিক বলপ্রয়োগ বন্ধ করতে সম্মত হয়েছে। তবে তিনি জানান, চুক্তিটি এখনো বিশদভাবে চূড়ান্ত হয়নি এবং এটি প্রাথমিক পদক্ষেপমাত্র।

তবে এই বিষয়ে এখন পর্যন্ত মস্কো কোনো মন্তব্য করেনি।

হোয়াইট হাউস জানিয়েছে, চুক্তি মেনে চললে রাশিয়াকে কৃষিপণ্য ও সার রপ্তানিতে সহায়তা করা হবে, নৌ-বিমার খরচও কমানো হবে এবং বন্দর ও অর্থ প্রদানের ব্যবস্থায় প্রবেশাধিকার সহজতর করা হবে।

এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে একটি সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে দীর্ঘ আলোচনার পরও কোনো যৌথ বিবৃতি আসেনি। রুশ গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের প্রতিরক্ষা ও নিরাপত্তা কমিটির প্রথম উপচেয়ারম্যান ভ্লাদিমির চিজভ বলেছেন, ইউক্রেনের অবস্থানের কারণে যৌথ বিবৃতি গৃহীত হয়নি।

চিজভ আরও বলেছেন, তাঁরা ১২ ঘণ্টা ধরে আলোচনায় বসেছিলেন এবং যৌথ বিবৃতির বিষয়ে সম্মত হয়েছিলেন। তবে ইউক্রেনের অবস্থানের কারণে এটি চূড়ান্ত করা সম্ভব হয়নি।

গতকাল সোমবার রিয়াদের রিটজ-কার্লটন হোটেলে বৈঠকটি করেছেন রাশিয়ার ও মার্কিন কর্মকর্তারা। এক দিন আগেই সেখানে ইউক্রেনের কর্মকর্তাদের সঙ্গেও সাক্ষাৎ করেছিলেন মার্কিন প্রতিনিধিরা।

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী রুস্তেম উমেরভ বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দূত কিথ কেলোগের সঙ্গে তাঁর বৈঠক ‘ভালো ও কার্যকর’ ছিল।

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া