হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অচলাবস্থা কাটিয়ে মার্কিন কংগ্রেসের স্পিকার ট্রাম্পের মিত্র মাইক জনসন 

দীর্ঘ ২৩ দিনের অচলাবস্থা কাটিয়ে নির্বাচিত হয়েছেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার। রিপাবলিকান পার্টির নেতা ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র বলে পরিচিত মাইক জনসন মার্কিন কংগ্রেসের এই গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সেপ্টেম্বর মাসের শেষ দিকে নিজ দল রিপাবলিকান পার্টি কতিপয় কট্টর ডানপন্থী নেতার বিরুদ্ধে গিয়ে সরকারের অচলাবস্থা এড়াতে স্টপগ্যাপ বিল পাস করান সাবেক স্পিকার কেভিন ম্যাকার্থি। সেই কট্টরপন্থীদের একজন ম্যাট গেটজ ম্যাকার্থির স্পিকার পদে থাকার বিপরীতে কংগ্রেসে অনাস্থা প্রস্তাব উত্থাপন করলে গত ৩ অক্টোবর হাউস অব রিপ্রেজেনটেটিভসের ভোটাভুটির মাধ্যমে পদচ্যুত হন ম্যাকার্থি। দেশটির কংগ্রেসের ২৩৪ বছরের ইতিহাসে এখন পর্যন্ত একমাত্র স্পিকার হিসেবে পদচ্যুত হন ম্যাকার্থি।

এর পর থেকেই হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার নির্বাচন নিয়ে ভোটাভুটি হচ্ছিল। কিন্তু কেউই সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারছিলেন না। অবশেষে গতকাল বুধবার ২২০-২০৯ ভোটে স্পিকার হিসেবে নির্বাচিত হন মাইক জনসন। তিনি রিপাবলিকান পার্টির রক্ষণশীল অংশের নেতা এবং ট্রাম্পের মিত্র বলে পরিচিত।

স্পিকার নির্বাচিত হওয়ার পরপরই মাইক জনসন ইসরায়েলের পক্ষে সমর্থন ব্যক্ত করে একটি বিল পাস করেছেন। তবে এসবের চেয়ে মাইক জনসন মূলত ট্রাম্পের মিত্র হিসেবে পরিচিত। তিনি রিপাবলিকান পার্টির সেই ১২৬ আইনপ্রণেতাদের একজন, যাঁরা ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল বদলে দিতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আপিল করেছিলেন। যদিও সেই আপিল খারিজ হয়ে যায়।

বিগত কয়েক দশকের মধ্যে মার্কিন হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার পদে নির্বাচিত হওয়াদের মধ্যে সবচেয়ে কম অভিজ্ঞ মাইক জনসন ২০১৬ সালে প্রথমবারের মতো কংগ্রেসম্যান নির্বাচিত হন। তিনি যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্য থেকে নির্বাচিত হয়েছেন।

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!