হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হারিয়ে যাওয়ার ১২ বছর পর মালিকের কাছে ফিরল কুকুর 

প্রায় ১২ বছর নিখোঁজ থাকার পর মালিকের সঙ্গে পুনরায় মিলিত হয়েছে জোয়ি নামের একটি কুকুর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এই ঘটনাটি ঘটেছে। সোমবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ক্যালিফোর্নিয়ার স্টকটনের কাছে একটি বাড়ির কাছে এক গাড়ি থেকে জোয়িকে ফেলে দেওয়া হয়। পরে স্থানীয় এক ব্যক্তি কুকুরটিকে তুলে নিয়ে পুলিশে ফোন দেন। ফোনে ওই ব্যক্তি পুলিশকে জানান, কুকুরটিকে বেশ বয়স্ক ও অসুস্থ বলে মনে হচ্ছে। পুলিশের কাছে নিয়ে যাওয়ার পর এক পশুসেবা কর্মকর্তা কুকুরটির মাইক্রো চিপ স্ক্যান করে আবিষ্কার করেন যে কুকুরটি ২০১০ সাল থেকে নিখোঁজ ছিল। 

জোয়ির মালিক মিশেল বলেন, ‘আমি কখনোই আশা করিনি এমনটা ঘটবে। আমি সত্যিই উত্তেজিত।’ 

ক্যালিফোর্নিয়ার সান জোয়াকিন কাউন্টির শেরিফ অফিস জানিয়েছে, জোয়ি এত দিন ধরে নিখোঁজ থাকায়, মাইক্রো চিপ কোম্পানি তাকে ২০১৫ সালে মৃতের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল। 

জোয়ির মাইক্রো চিপ স্ক্যানকারী কর্মকর্তা ব্র্যান্ডন লেভিন চিপ থেকে পাওয়া তথ্য অনুসরণ করে জোয়ির মালিক মিশেলের নম্বর পান। মিশেলকে কল দিয়ে তাঁর সাড়া পেয়ে বেশ উত্তেজিত হয়ে পড়েন লেভিন। তিনি জানান, তিনি সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন। 

 ২০১০ সালে জোয়ি যেখান থেকে নিখোঁজ হয়েছিল তার প্রায় ৬০ মাইল দূরে লাফায়েতে কুকুরটিকে পাওয়া গেছে বলে জানিয়ে মিশেল বলেন, ‘আমরা জোয়ি ও তার যমজ বোন পাউন্ডকে তাদের ছয় মাস বয়স থেকে লালনপালন করেছি। এর মাত্র ছয় মাস পর সে হারিয়ে যায়।’ 

কীভাবে জোয়ি হারিয়ে গিয়েছিল সে প্রসঙ্গে বলতে গিয়ে মিশেল বলেন, ‘আমরা ২০ মিনিটের জন্য একটি দোকানে গিয়েছিলাম। ফিরে এসে দেখি সে নিখোঁজ। তবে আমি আশা করি, তাকে সুস্থ করে ফিরিয়ে আনতে পারব এবং তাকে বাকি জীবন ভালোভাবে বাঁচতে দিতে আমি দারুণভাবে আগ্রহী।’ 

ট্রাম্পের বাঁ হাতে নতুন কালশিটে দাগ, ফের আলোচনায় প্রেসিডেন্টের স্বাস্থ্য

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা