হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পাঁচ বছরের কম বয়সী শিশুদের টিকা দেবে যুক্তরাষ্ট্র

পাঁচ বছরের কম বয়সী শিশুদের করোনা ভাইরাসের টিকা দেওয়ার চিন্তা করছে যুক্তরাষ্ট্র। গতকাল মঙ্গলবার ফাইজার ও বায়োএনটেকের এসংক্রান্ত অনুমোদন প্রক্রিয়া শুরু হওয়ার পর মার্কিন সরকার এ সিদ্ধান্ত নিতে যাচ্ছে। আশা করা হচ্ছে, এ মাসের মধ্যেই সিদ্ধান্তটি বাস্তবায়িত হবে।  বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো বলছে, তারা শিশুদের জরুরি ভিত্তিতে টিকা ব্যবহারের অনুমোদনের জন্য তথ্য জমা দিতে শুরু করেছে। তবে দুই থেকে চার বছর বয়সী শিশুদের ওপর ক্লিনিক্যাল ট্রায়াল এখনো সম্পন্ন করেনি।   

যুক্তরাষ্ট্রর খাদ্য ও ওষুধ প্রশাসনের কমিশনার জানেট উডকক বলেন, ‘আমরা অগ্রাধিকার ভিত্তিতে শিশুদের জন্য নিরাপদ ও কার্যকর টিকা প্রদান করতে চাই। কারণ সম্প্রতি ওমিক্রনের সংক্রমণ দ্রততার সঙ্গে বাড়ছে। 

ওষুধ সংস্থাগুলো বলছে, তারা যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের পরিকল্পিত তিন-ডোজ টিকার প্রথম দুটি ডোজ ব্যবহারের অনুমোদন চেয়েছে। 

ফাইজারের প্রধান নির্বাহী আলবার্ট বোর্লা বলেন, যদি দুটি ডোজের অনুমোদন পাওয়া যায়, তাহলে মার্কিন মা-বাবারা তাঁদের সন্তানদের জন্য একটি টিকার সিরিজ শুরু করার সুযোগ পাবেন। কোভিড-১৯-এর বর্তমান ধরন থেকে সুরক্ষা এবং ভবিষ্যৎ নিরাপত্তার জন্য শিশুদের তিনটি ডোজ দেওয়া প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি। 

ফাইজার ও বায়োএনটেক একটি নির্দিষ্ট বয়সীদের ওপর ৩ মাইক্রোগ্রাম, ৫ থেকে ১০ বছর বয়সীদের ওপর ১০ মাইক্রোগ্রাম এবং ১২ বছর বয়সীদের ওপর ৩০ মাইক্রোগ্রাম ডোজ পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। 

সমুদ্রে মাদকবিরোধী অভিযান নিয়ে প্রশ্নের মুখে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ঢুকতে ৪২ দেশের নাগরিকদের দিতে হবে সোশ্যাল মিডিয়ার ৫ বছরের রেকর্ড

ওর মুখ ও ঠোঁট সুন্দর, মেশিনগানের মতো—প্রেস সেক্রেটারি লেভিট সম্পর্কে ট্রাম্প

বড়দিনের আগেই চুক্তি চান ট্রাম্প, প্রস্তাব মানতে জেলেনস্কিকে আলটিমেটাম

চলতি বছর ৮৫ হাজারের বেশি অভিবাসীর ভিসা বাতিল করেছে ট্রাম্প প্রশাসন

ইউরোপ ‘ক্ষয়িষ্ণু’, ন্যাটো আমাকে ‘ড্যাডি’ বলে ডাকে: ট্রাম্প

১০ কোটি ডলারের সরকারি বাড়িতে উঠছেন মামদানি

অভিবাসন ও সুবিধা বাড়িয়ে বিশ্বসেরা মেধাবীদের নিয়ে যেতে চায় কানাডা

শুল্ক ক্ষতি পোষাতে যুক্তরাষ্ট্রের কৃষকেরা ভর্তুকি পাচ্ছেন ১২ বিলিয়ন ডলার

ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি, এবার টার্গেট কৃষিপণ্য