ইউক্রেনের সঙ্গে চলমান উত্তেজনা কূটনৈতিক আলোচনার দ্বার খুলে দিয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার দূত ভ্যাসিলি নেবেনজিয়া। মার্কিন স্থানীয় সময় সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি এমনটি বলেন।
ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, কূটনৈতিক সমাধানের জন্য আমরা উন্মুক্ত আছি। রক্তস্রোত বইয়ে দেওয়ার ইচ্ছা নেই রাশিয়ার।
ইউক্রেনের পূর্বাঞ্চলের বিদ্রোহী নিয়ন্ত্রিত দুটি রুশপন্থী অঞ্চলকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে মস্কো। এর পরই জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে জরুরি অধিবেশনটি ডাকা হয়।