হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাঝ আকাশে কর্মী ও যাত্রীদের মধ্যে হাতাহাতি, জরুরি অবতরণ উড়োজাহাজের

ঢাকা: মাঝ আকাশে এক যাত্রীর সঙ্গে বিমানবালা ও সহযাত্রীদের হাতাহাতির ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করাতে হয়েছে । ডেলটা এয়ারলাইনসের এই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা যাচ্ছিল । অভিযুক্ত ওই যাত্রীটিকে আটক করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে এই ঘটনা ঘটে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন বিমানবালাকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘উড়োজাহাজ নামিয়ে দেব!’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। পরে সকলে মিলে ওই অবাধ্য যাত্রীকে নিবৃত্ত করেন। ওই সময় উড়োজাহাজটিকে ওকলাহোমা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে। তিনি ওই । ডেলটা এয়ারলাইনসের ছুটিতে থাকা কর্মী। তাঁর বয়স ২০। তবে পুরো ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রী আহত হননি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলা হয় যে, ওই যাত্রী উড়োজাহাজে দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিল । পাশাপাশি উড়োজাহাজের অবতরণের জন্য হুমকি দিয়েছিল। কিন্তু ডেলটা এয়ারলাইনসের একজন মুখপাত্র সিবিএস নিউজকে গত শনিবার জানিয়েছেন, যেভাবে বলা হচ্ছে তা ঠিক নয়। ওই যাত্রী ইন্টারকম ব্যবহারের জন্য দরজার কাছে গিয়েছিলেন। সে দরজা খোলার চেষ্টা করেননি।

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প