হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাঝ আকাশে কর্মী ও যাত্রীদের মধ্যে হাতাহাতি, জরুরি অবতরণ উড়োজাহাজের

ঢাকা: মাঝ আকাশে এক যাত্রীর সঙ্গে বিমানবালা ও সহযাত্রীদের হাতাহাতির ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করাতে হয়েছে । ডেলটা এয়ারলাইনসের এই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা যাচ্ছিল । অভিযুক্ত ওই যাত্রীটিকে আটক করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে এই ঘটনা ঘটে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন বিমানবালাকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘উড়োজাহাজ নামিয়ে দেব!’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। পরে সকলে মিলে ওই অবাধ্য যাত্রীকে নিবৃত্ত করেন। ওই সময় উড়োজাহাজটিকে ওকলাহোমা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে। তিনি ওই । ডেলটা এয়ারলাইনসের ছুটিতে থাকা কর্মী। তাঁর বয়স ২০। তবে পুরো ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রী আহত হননি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলা হয় যে, ওই যাত্রী উড়োজাহাজে দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিল । পাশাপাশি উড়োজাহাজের অবতরণের জন্য হুমকি দিয়েছিল। কিন্তু ডেলটা এয়ারলাইনসের একজন মুখপাত্র সিবিএস নিউজকে গত শনিবার জানিয়েছেন, যেভাবে বলা হচ্ছে তা ঠিক নয়। ওই যাত্রী ইন্টারকম ব্যবহারের জন্য দরজার কাছে গিয়েছিলেন। সে দরজা খোলার চেষ্টা করেননি।

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে