হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মাঝ আকাশে কর্মী ও যাত্রীদের মধ্যে হাতাহাতি, জরুরি অবতরণ উড়োজাহাজের

ঢাকা: মাঝ আকাশে এক যাত্রীর সঙ্গে বিমানবালা ও সহযাত্রীদের হাতাহাতির ঘটনার জেরে যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় একটি উড়োজাহাজ জরুরি অবতরণ করাতে হয়েছে । ডেলটা এয়ারলাইনসের এই উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আটলান্টা যাচ্ছিল । অভিযুক্ত ওই যাত্রীটিকে আটক করেছে পুলিশ।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টে বলা হয়, শুক্রবার স্থানীয় সময় রাতের দিকে এই ঘটনা ঘটে। হঠাৎই এক যাত্রী ক্ষেপে গিয়ে আক্রমণ করে বসেন দু’জন বিমানবালাকে। তাঁকে বাধা দিতেই বারবার হুমকি দেন, ‘উড়োজাহাজ নামিয়ে দেব!’ মাঝ আকাশে থাকা বিমানের পাইলট তখন অন্য যাত্রীদের সাহায্য চেয়ে বার্তা পাঠান। তার পরেই এগিয়ে আসেন কয়েক জন যাত্রী। পরে সকলে মিলে ওই অবাধ্য যাত্রীকে নিবৃত্ত করেন। ওই সময় উড়োজাহাজটিকে ওকলাহোমা সিটি বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট। সেখানে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। পরে কিছু শারীরিক অস্বস্তির কথা জানানোয় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশের একটি সূত্রের দাবি, ওই যাত্রীর কিছু মানসিক সমস্যা রয়েছে। তিনি ওই । ডেলটা এয়ারলাইনসের ছুটিতে থাকা কর্মী। তাঁর বয়স ২০। তবে পুরো ঘটনায় উড়োজাহাজের কোনো যাত্রী আহত হননি।

এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্টে বলা হয় যে, ওই যাত্রী উড়োজাহাজে দরজা খুলে দেওয়ার হুমকি দিয়েছিল । পাশাপাশি উড়োজাহাজের অবতরণের জন্য হুমকি দিয়েছিল। কিন্তু ডেলটা এয়ারলাইনসের একজন মুখপাত্র সিবিএস নিউজকে গত শনিবার জানিয়েছেন, যেভাবে বলা হচ্ছে তা ঠিক নয়। ওই যাত্রী ইন্টারকম ব্যবহারের জন্য দরজার কাছে গিয়েছিলেন। সে দরজা খোলার চেষ্টা করেননি।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প