হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাইডেনের কাছে হেরেও ক্ষমতা দখলে ‘অপরাধমূলক প্রচেষ্টা’ চালান ট্রাম্প

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বিচার বিভাগের বিশেষ কৌঁসুলি জ্যাক স্মিথ। ছবি: সংগৃহীত

দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন তাঁর বিরুদ্ধে ফৌজাদারি মামলা পরিচালনার দায়িত্বপ্রাপ্ত বিশেষ মার্কিন কৌসুঁলি জ্যাক স্মিথ। গত শুক্রবার পদত্যাগের আগে জমা দেওয়া এক প্রতিবেদনে তিনি বলেছেন, ২০২০ সালের নির্বাচনে জো বাইডেনের কাছে হেরে গিয়েও ক্ষমতা দখলে রাখতে ‘নজিরবিহীন অপরাধমূলক প্রচেষ্টা’ চালান ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এসব তথ্য দিয়েছে।

জ্যাক স্মিথের নেতৃত্বাধীন তদন্তে উঠে এসেছে, ভোটগ্রহণ ও ভোট সার্টিফিকেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করার ষড়যন্ত্র করেছিলেন ট্রাম্প। এ বিষয়ে চারটি অভিযোগ আনা হলেও পুনরায় প্রেসিডেন্ট পদে ফিরে আসার কারণে ট্রাম্পের বিরুদ্ধে মামলাগুলো স্থগিত করা হয়।

প্রতিবেদনে বলা হয়, জানুয়ারির ৬, ২০২১ তারিখে ক্যাপিটল হামলার সঙ্গে ট্রাম্পের সরাসরি যোগসূত্রের প্রমাণ পাওয়া যায়নি। তবে ট্রাম্পের সমর্থকরা কংগ্রেসে হামলা চালিয়ে ভোট সার্টিফিকেশন বন্ধের চেষ্টা করেছিলেন।

তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, নির্বাচনী ফলাফলকে মিথ্যা বলে দাবি করেন ট্রাম্প এবং ভোটের সার্টিফিকেশন বাতিল করার জন্য অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের ওপর চাপ সৃষ্টি করেন তিনি। এমনকি বাইডেন জয়ী হওয়ার পরও ট্রাম্পকে জয়ী দেখাতে ভুয়া ইলেক্টরাল গ্রুপ ব্যবহার করার পরিকল্পনা করেন ট্রাম্প।

এসব অভিযোগ অস্বীকার করে ট্রাম্প বলেন, এগুলো তাঁর রাজনৈতিক ক্যাম্পেইন ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে আনা হয়েছে।

প্রতিবেদনের দ্বিতীয় অংশে ট্রাম্পের বিরুদ্ধে ২০২১ সালে হোয়াইট হাউস ছাড়ার পর গোপনীয় নথি অবৈধভাবে সংরক্ষণের অভিযোগ আনা হয়েছে। তবে এই অংশটি এখনো প্রকাশ করা হয়নি।

স্মিথের প্রতিবেদনে ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলো ছিল আইনগত সত্যতা মিলেছে। তবে মার্কিন সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী, একজন প্রাক্তন প্রেসিডেন্টকে তাঁর দাপ্তরিক কার্যক্রমের জন্য অপরাধী হিসেবে চিহ্নিত করা যায় না।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প