হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

সড়ক দুর্ঘটনায় আহত মালিক, পুলিশ নিয়ে হাজির কুকুর 

সড়ক দুর্ঘটনার পর আহত মালিককে বাঁচাতে পুলিশ নিয়ে ঘটনাস্থলে হাজির কুকুর। ঘটনাটি পড়ে কোনো সিনেমার গল্প মনে হলেও এমনটি ঘটেছে যুক্তরাষ্ট্রে।

মার্কিন বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় আহন হন এক ব্যক্তি।  আহত হওয়ার পর ওই ব্যক্তি হাইপোথার্মিয়ায় ভুগছিলেন। এমন অবস্থা দেখে তাঁর এক বছর বয়সী কুকুর পুলিশ নিয়ে হাজির হয় ঘটনাস্থলে।

নিউ হ্যাম্পশায়ার পুলিশের বরাত দিয়ে এএফপি জানায়, বিপদে নিজ বুদ্ধিমত্তার মাধ্যমে মালিককে সহায়তা করা টিনসলে নামের কুকুরটি শিলো শেফার্ড প্রজাতির। গত সোমবার রাতে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার-ভারমন্ট সীমান্তবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন টিনসলে ও তার মালিক। 

মালিককে আহত অবস্থায় দেখে রাস্তায় গিয়ে পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে টিনসলে। পুলিশও বুঝতে পেরে তার পিছু নেওয়া শুরু করে। পরে পুলিশ গিয়ে টিনসলের মালিককে উদ্ধার করে। 

একটি বিবৃতিতে নিউ হ্যাম্পশায়ার পুলিশের পক্ষ থেকে বলা হয়, এটি দ্রুত স্পষ্ট হয়ে ওঠে যে টিনসলে দুর্ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নেতৃত্ব দিয়েছে ও আহত যাত্রীদের উদ্ধারে সহায়তা করেছে। 

নিউ হ্যাম্পশায়ার পুলিশের কর্মকর্তা ড্যানিয়েল বলদাসারে স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউসিভিবিকে বলেন, কুকুরটি পুলিশকে কিছু দেখানোর চেষ্টা করছিল। কারণ সে পুলিশের কাছ থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু পুরোপুরি পালিয়ে যায়নি। কুকুরটি বলতে চাইছিল, আমাকে অনুসরণ করো, অনুসরণ করো। 

হার্টফোর্ড দমকল বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন জ্যাক হেজেস বলেন, উদ্ধারকারী বাহিনী আহতদের উদ্ধার করার সময় কুকুরটি মালিকের পাশে শান্তভাবে বসে ছিল। 

কুকুরটির মালিক ক্যাম লনড্রি সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হননি । তবে তিনি কুকুরের প্রচেষ্টায় খুশি। লনড্রি বলেন, টিনসেকে হরিণের মাংস পুরস্কার হিসেবে দেওয়া হবে।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও