হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

৯০ দিনের মধ্যে কাবুল দখল করতে পারে তালেবান: মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা 

আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। গতকাল বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে এমনটি জানিয়েছেন। 

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করা হয়েছে। 

তবে তালেবানের এই আগ্রাসন আফগান নিরাপত্তা বাহিনী আরও প্রতিরোধ গড়ে তুললে পরিস্থিতি ভিন্ন করতে পারে বলে মনে করেন ওই মার্কিন কর্মকর্তা। 

এদিকে তালেবানরা তারা অষ্টম প্রাদেশিক আফগান রাজধানীর নিয়ন্ত্রণ নিয়েছে বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে। 

ইউরোপীয় ইউনিয়নের এক কর্মকর্তা জানিয়েছেন, তালেবান এখন আফগানিস্তানের ৬৫ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। তারা ১১টি প্রাদেশিক রাজধানী দখল করেছে কিংবা দখলের পথে আছে। 

গত শুক্রবার থেকে এখন পর্যন্ত আফগানিস্তানের আটটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। সর্বশেষ মঙ্গলবার তারা উত্তর-পূর্বাঞ্চলীয় প্রদেশ বাদাখশানের রাজধানী ফাইজাবাদ দখল করেছে। 

রয়টার্স জানায়, কাবুলের সমস্ত প্রবেশ পয়েন্টে এখন অন্যান্য প্রদেশ পালিয়ে আসা বেসামরিক নাগরিকেরা অবস্থান করেছেন। তাই তালেবান যোদ্ধারাও প্রবেশের চেষ্টা করছে কি–না  তা বলা কঠিন। হবে। 

এদিকে বিশ্বের বিভিন্ন দেশে কাবুল থেকে তাদের কর্মকর্তাদের দ্রুত সরিয়ে নিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন। 

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি

৩০ বছর ধরে যুক্তরাষ্ট্রে থাকেন ভারতীয় নারী, গ্রিন কার্ড সাক্ষাৎকারে গিয়ে আটক