হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মসজিদে বোমা হামলার দায়ে মার্কিন নারীর ৫৩ বছরের জেল 

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় ২০১৭ সালে একটি মসজিদে বোমা হামলার দায়ে তৃতীয় লিঙ্গের এক নারীকে ৫৩ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। স্থানীয় সময় সোমবার এ রায় দেওয়া হয়।

মার্কিন বিচার বিভাগের পক্ষ থেকে বলা হয়, এমিলি ক্লেয়ার হারি (৫০) গত বছর বোমা হামলা, ধর্মীয় সম্পদ ধ্বংস, প্রার্থনা বাধাগ্রস্ত করার জন্য শক্তি ব্যবহার করাসহ পাঁচটি মামলায় অভিযুক্ত হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের পক্ষ থেকে আরও বলা হয়, হারি যুক্তরাষ্ট্রের সন্ত্রাসী মিলিশিয়া গ্রুপ হোয়াইট র‍্যাবিটসের প্রধান ছিলেন। এই মিলিশিয়া গ্রুপ যুক্তরাষ্ট্রের ইলিনয়ভিত্তিক একটি সন্ত্রাসী গোষ্ঠী। 

জানা গেছে, ২০১৭ সালের ৫ আগস্ট মাইকেল ম্যাকওয়ার্টার ও জো মরিসকে ব্লুমিংটনে দার আল ফারুক ইসলামিক সেন্টারে হামলার জন্য ভাড়া করেন হারি।  

ওই দিন মসজিদে ফজরের নামাজের সময় হামলা চালানো হয়। এতে ওই হামলার পর মসজিদটির জানালা ভেঙে যায় এবং ব্যাপক ক্ষতি হয়।

যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ বলছে, হারি মুসলমানদের বিশ্বাস করাতে চেয়েছেন যে যুক্তরাষ্ট্র তাদের স্বাগত জানাবে না । পাশাপাশি তাদের দেশ ছেড়ে চলে যাওয়া উচিত। 

হারির সঙ্গে আরও দুজন ওই হামলার জন্য অভিযুক্ত হয়েছিলেন, তবে তাঁদের সাজা এখনো ঘোষণা হয়নি।

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া