হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

আল জাজিরায় ‘ইসরায়েলবিরোধী উসকানি’, নমনীয় হওয়ার পরামর্শ দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন

গাজায় যুদ্ধ নিয়ে আল জাজিরার সম্প্রচার ‘ইসরায়েলবিরোধী উসকানিতে পূর্ণ’ বলে ইঙ্গিত করে কাতারকে নমনীয় হওয়ার আহ্বান জানিয়েছিলেন অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্যের এই সংবাদমাধ্যমের এক সাংবাদিকের পরিবার ইসরায়েলে হামলায় নিহত হওয়ার ঘটনার দিন এই খবর দিল ইন্ডিয়া টুডে। 

সম্প্রতি দোহায় কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানির সঙ্গে সাক্ষাতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এই অনুরোধ করেন। বিভিন্ন সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাতে এই খবর প্রকাশ করা হয়।

প্রতিবেদনে বলা হয়, আমেরিকান ইহুদি সম্প্রদায়ের নেতাদের সঙ্গে আলাপচারিতার সময় ব্লিঙ্কেন এ-সম্পর্কিত কিছু মন্তব্যও করেন। তাতে ইঙ্গিত পাওয়া গেছে, গাজায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের যে চিত্র আল জাজিরায় প্রকাশিত হচ্ছে, তাতে মধ্যপ্রাচ্যে এই সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে বাইডেন প্রশাসনের উদ্বেগ রয়েছে।

১৩ অক্টোবর দোহায় কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে একটি যৌথ সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন জোর দিয়ে বলেছিলেন, হামাসের সঙ্গে স্বাভাবিক কোনো কার্যকলাপ হতে পারে না। এবার দোহা সফরের সময়ও তিনি কাতার সরকারকে হামাসের প্রতি প্রকাশ্য দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন আনার কথা বলেছিলেন বলে আমেরিকান ইহুদিদের সঙ্গে আলাপচারিতায় জানান ব্লিঙ্কেন।

উদ্ভূত পরিস্থিতিতে কাতার সরকারের করণীয় সম্পর্কে ব্লিঙ্কেন বলেন, ইসরায়েল-হামাসের যুদ্ধের খবর প্রচারের পরিমাণ কমাতে আল জাজিরাকে আহ্বান জানানো যেতে পারে।

উল্লেখ্য, কাতার সরকারের অর্থায়ন পেলেও স্বাধীনভাবে কাজ করে আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। সমালোচকেরা বলেছেন, কাতারের বৈদেশিক নীতিকেই প্রতিফলিত করে আল জাজিরা। সে সঙ্গে, হামাসের সঙ্গে সম্পর্কের বিষয়ে তদন্তের সম্মুখীনও হয়েছে এই সংবাদ সংস্থা।

ইসরায়েলের যোগাযোগমন্ত্রী শ্লোমা কারহি আল জাজিরার বিরুদ্ধে হামাসপন্থী প্রচারণা এবং ইসরায়েলি সৈন্যদের ঝুঁকিতে ফেলার অভিযোগ করেছিলেন। ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তারা বর্তমানে আল জাজিরার কার্যালয় বন্ধ করার কথা ভাবছেন বলে জানা গেছে। বর্তমানে এ-সম্পর্কিত একটি প্রস্তাব আইনি পর্যালোচনার অধীনে রয়েছে।

হামাসের বিষয়ে কাতারের সঙ্গে কঠোর ভাষায় কথা বলতে পারলেও যুক্তরাষ্ট্র সরকার হয়তো তেলসমৃদ্ধ দেশটির সঙ্গে বর্তমানে কোনো বিরোধে জড়াতে চাইবে না। সে সঙ্গে, হামাসের কাছে যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিক এখনো জিম্মি। তাদের মুক্ত করার ব্যাপারেও কাতারের মধ্যস্থতার দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাইডেন প্রশাসনকে। সম্প্রতি কাতারের মধ্যস্থতায় দুই আমেরিকান জিম্মি মুক্তি পেয়েছে।

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ