হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাড়াবাড়ি করলে রাশিয়াকে দেখে নেওয়ার হুমকি বাইডেনের

শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাইডেন এ হুমকি দেন। সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছেন, জো বাইডেন মঙ্গলবার বলেছেন—রাশিয়া ইউক্রেনে সামরিক অভিযান কমাতে কোনো পদক্ষেপ নেয় কিনা তা দেখার বিষয়। অভিযান বন্ধ না করলে ওয়াশিংটন ও তার মিত্ররা ইউক্রেনকে সহায়তা দিতে রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা অব্যাহত রাখবে এবং ইউক্রেনে সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে। 

সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুনের সঙ্গে বৈঠকের পর হোয়াইট হাউসে সাংবাদিকদের বাইডেন বলেন, ‘মস্কো-কিয়েভ আলোচনা অব্যাহত থাকায় আমরা যা পরামর্শ দিচ্ছেন তা মেনে চলা হচ্ছে কিনা আমরা দেখব। সেখানে (ইউক্রেনে) কি ঘটছে তার ওপর ঘনিষ্ঠ নজর রাখা অব্যাহত রয়েছে।’ 

এদিকে, উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট বা ন্যাটোতে যোগ দেবে না বলে রাশিয়াকে জানিয়েছে ইউক্রেন। এদিকে চেরিনিভ এবং রাজধানী কিয়েভের কাছে সামরিক তৎপরতা ব্যাপকভাবে কমানো হবে বলে ইউক্রেনকে প্রতিশ্রুতি জানিয়েছে রাশিয়া। 

মঙ্গলবার তুরস্কে রাশিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রতিনিধি দলের সদস্য ডেভিড আরাখামিয়া বলেন, নিরাপত্তা গ্যারান্টি কাজ করলে ইউক্রেন নিরপেক্ষ অবস্থান গ্রহণ করবে। 

ইউক্রেনের প্রতিনিধি দলের আরেক সদস্য আলেক্সান্ডার চ্যালি বলেন, ইউক্রেন ‘কোনো সামরিক-রাজনৈতিক জোটে’ যোগ দেবে না। 

এদিকে রাশিয়া জানিয়েছে, সেনা তৎপরতা কমানো মানে যুদ্ধবিরতি নয়। 

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প