হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

টিকা না নিলে পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ: গবেষণা

যাঁরা করোনার টিকা নিয়েছেন, তাঁদের চেয়ে যাঁরা করোনার টিকা নেননি তাঁদের পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। স্থানীয় সময় শুক্রবার যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) এক গবেষণায় এমনটি বলা হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  সিনেটর র‍্যান্ড পলসহ যুক্তরাষ্ট্রের কিছু রাজনীতিবিদ জানিয়েছেন, তাঁদের করোনাল টিকা দেওয়ার কোনো পরিকল্পনা নেই। তাঁরা মনে করেণ, করোনায় আক্রান্ত হয়ে তাঁদের শরীরে প্রাকৃতিকভাবে রোগ প্রতিরোধক্ষমতা তৈরি হয়েছে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের গবেষণাটি ক্যান্টাকির ২৪৬ প্রাপ্তবয়স্ক মানুষের ওপর করা হয়েছে, যাঁরা ২০২০ সালে করোনায় আক্রান্ত হওয়ার পরেও চলতি বছরের মে এবং জুনেও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

গবেষণায় দেখা যায়, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের পূর্ণ ডোজ টিকা দেওয়া ব্যক্তিদের চেয়ে করোনার টিকা না নেওয়া ব্যক্তিদের পুনরায় সংক্রমিত হওয়ার সম্ভাবনা বেশি ২ দশমিক ৩৪ গুণ।

গবেষণায় আরও দেখা গেছে, উহানের করোনার ধরনে আক্রান্তদের রক্তে যে অ্যান্টিবডি পাওয়া গেছে, তা বেটা ধরনের বিরুদ্ধে লড়তে খুব বেশি কার্যকর নয়।

তবে এই গবেষণার সীমাবদ্ধতা হলো, যুক্তরাষ্ট্রে ডেলটা ভ্যারিয়েন্ট পাওয়ার আগেই এটি করা হয়েছে।

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র