হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অর্কা মায়ের দ্বিতীয়বার মৃত শাবক বহনে বিজ্ঞানীদের উদ্বেগ

ছবি: সিএনএন

২০১৮ সালে টানা ১৭ দিন নিজের মৃত শাবককে বহন করে ১ হাজার মাইলেরও বেশি পথ পাড়ি দিয়ে বিশ্বজুড়ে হৃদয় কেড়েছিল ‘তাহলিকোয়া’ নামে পরিচিতি পাওয়া এবং গবেষকদের কাছে ‘জে-৩৫’ হিসেবে চিহ্নিত একটি মা তিমি। দুঃখজনকভাবে সাউদার্ন রেসিডেন্ট সেই অর্কা তিমিটিকে আবারও একই রকম শোক প্রদর্শন করতে হয়েছে।

মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘ ছয় বছর পর ওয়াশিংটন অঙ্গরাজ্যের উত্তর-পশ্চিম উপকূলের পুগেট সাউন্ড এলাকায় নতুন শাবকের জন্ম দিয়েছিল মা তিমিটি।

তাহলিকোয়ার নতুন শাবক হিসেবে পরিচিতি পাওয়া ওই শাবকটিকে প্রথমবার দেখা যায় গত ২০ ডিসেম্বর। সাধারণ মানুষের মাধ্যমে পাওয়া খবরটি পরে ২৩ ডিসেম্বর নিশ্চিত করেছিল ন্যাশনাল ওশেনিক অ্যান্ড অ্যাটমোসফরিক অ্যাডমিনিস্ট্রেশন (এনওএএ)। কিন্তু নববর্ষের আগেই ‘জে-৬১’ হিসেবে চিহ্নিত শাবকটির মৃত্যু হয়েছে।

এ অবস্থায় গত ৫ জানুয়ারিও নিজের মৃত শাবকটিকে বহন করতে দেখা গেছে তাহলিকোয়া নামের ওই তিমিটিকে। এনওএএ-এর নর্থওয়েস্ট ফিশারিজ সায়েন্স সেন্টারের বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. ব্র্যাড হ্যানসন জানিয়েছেন, মৃত শাবকটি ৩০০ পাউন্ড (১৩৬ কেজি) ওজনের এবং তাহলিকোয়া এটিকে নাক দিয়ে ঠেলে সমুদ্রের স্রোত থেকে রক্ষা করার চেষ্টা করছে।

অর্কা তিমির সামাজিক কাঠামো নিয়ে গবেষণা করা ড. মাইকেল ওয়েইস বলেন, ‘মাতৃস্নেহের যে গভীরতা, তাহলিকোয়ার আচরণ সেটিকে প্রকাশ করে। এটি পৃথিবীর যে কোনো প্রাণীর অন্যতম শক্তিশালী সামাজিক সম্পর্ক। তাহলিকোয়া স্পষ্টতই তার শাবকটিকে ছেড়ে দিতে প্রস্তুত নয়।’

সিএনএন জানিয়েছে, সাউদার্ন রেসিডেন্ট অর্কা তিমির সংখ্যা বর্তমানে বিপন্ন অবস্থায় রয়েছে। ২০১৯ সালের তথ্য অনুযায়ী, এই প্রজাতির মাত্র ৭৩টি তিমি বেঁচে আছে। নতুন শাবকের মৃত্যু এই তিমি সংখ্যার ওপর মারাত্মক প্রভাব ফেলবে।

গবেষকেরা এখন উদ্বিগ্ন এই ভেবে যে, শাবক বহনের বাড়তি ওজন এবং এর ফলে তাহলিকোয়ার চলাচল ধীর হয়ে যাওয়ায় তার খাদ্য সংগ্রহে বাধা হতে পারে। তবে ২০১৮ সালে ১৭ দিনের শোক প্রকাশের সময় তাহলিকোয়ার শারীরিক অবস্থার কোনো অবনতি দেখা যায়নি। সম্ভবত তার পরিবার বা গোত্র তাকে খাদ্য সংগ্রহে সহায়তা করেছিল।

সাউদার্ন রেসিডেন্ট অর্কাদের প্রজনন হার খুবই কম। এদের প্রায় ৭০ শতাংশ গর্ভধারণ স্বতঃস্ফূর্ত গর্ভপাত কিংবা খুব অল্প সময়ে মৃত্যুর মাধ্যমে শেষ হয়। খাদ্যের অভাব, দূষণ, শব্দ দূষণ এবং অভ্যন্তরীণ প্রজননের মতো সমস্যাগুলো এই প্রজাতির ভবিষ্যৎ হুমকির মুখে ফেলেছে।

এ ছাড়া মেয়ে শাবকের মৃত্যু এই প্রজাতির প্রজনন ক্ষমতাকে আরও কমিয়ে দেয়। ফলে তাদের সংখ্যা বাড়ানোর সম্ভাবনাও আরও কঠিন হয়ে যায়। গবেষকেরা বলছেন, আদর্শ পরিস্থিতিতে প্রতিটি মা অর্কা তাদের জীবদ্দশায় গড়ে ৫-৬টি শাবকের জন্ম দেয়। তবে এই প্রজাতির বেশির ভাগ মা অর্কাই এই পরিমাণ সফল প্রজননে সক্ষম নয়।

তাহলিকোয়ার শোক প্রকাশের এই আচরণ একদিকে তার মাতৃত্বের গভীরতা প্রকাশ করে, অন্যদিকে বিপন্ন প্রজাতির টিকে থাকার সংগ্রামের প্রতি বিজ্ঞানীদের মনোযোগ আকর্ষণ করেছে।

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প