হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ভালো আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রাশিয়ায় বন্দী থাকা একজন মার্কিন নাগরিকের মুক্তির ঘটনায় সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর মতে, এ ঘটনা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের একটি সূচনা হিসেবে কাজ করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি এমন একটি সম্পর্কের সূচনা করতে পারে, যেখানে আমরা যুদ্ধের অবসান ঘটিয়ে লাখ লাখ মানুষ হত্যা বন্ধ করতে পারব।’ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, এ ঘটনায় রাশিয়ার ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে।

রাশিয়ায় মেডিকেল গাঁজা আনার অভিযোগে ২০২১ সাল থেকে দেশটিতে বন্দী ছিলেন মার্কিন নাগরিক মার্ক ফোগেল। মাদকসংক্রান্ত অভিযোগে সাবেক এই স্কুলশিক্ষক রাশিয়ায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র দাবি করে, ফোগেলকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

মার্ক ফোগেলের আইনজীবী দিমিত্রি ওভসিয়ানিকভ জানান, মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাঁর মক্কেল এখন দেশে ফিরবেন। তবে কোন প্রক্রিয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি দিমিত্রি ওভসিয়ানিকভ।

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও