হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো আচরণ করছে রাশিয়া

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়া ভালো আচরণ করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

আনাদোলু এজেন্সির খবরে বলা হয়, রাশিয়ায় বন্দী থাকা একজন মার্কিন নাগরিকের মুক্তির ঘটনায় সন্তোষ প্রকাশ করেন ট্রাম্প। তাঁর মতে, এ ঘটনা ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্রের সঙ্গে রাশিয়ার সম্পর্কের একটি সূচনা হিসেবে কাজ করতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘এটি এমন একটি সম্পর্কের সূচনা করতে পারে, যেখানে আমরা যুদ্ধের অবসান ঘটিয়ে লাখ লাখ মানুষ হত্যা বন্ধ করতে পারব।’ যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়াল্টজ বলেন, এ ঘটনায় রাশিয়ার ইতিবাচক মনোভাব প্রকাশ পেয়েছে।

রাশিয়ায় মেডিকেল গাঁজা আনার অভিযোগে ২০২১ সাল থেকে দেশটিতে বন্দী ছিলেন মার্কিন নাগরিক মার্ক ফোগেল। মাদকসংক্রান্ত অভিযোগে সাবেক এই স্কুলশিক্ষক রাশিয়ায় ১৪ বছরের কারাদণ্ড ভোগ করছিলেন। ২০২৪ সালে যুক্তরাষ্ট্র দাবি করে, ফোগেলকে অন্যায়ভাবে আটক করা হয়েছে।

মার্ক ফোগেলের আইনজীবী দিমিত্রি ওভসিয়ানিকভ জানান, মুক্তির প্রক্রিয়া সম্পন্ন হওয়ায় তাঁর মক্কেল এখন দেশে ফিরবেন। তবে কোন প্রক্রিয়ায় তাঁকে মুক্তি দেওয়া হয়েছে, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানাতে পারেননি দিমিত্রি ওভসিয়ানিকভ।

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও

ভেনেজুয়েলায় হস্তক্ষেপ: ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে মার্কিন সিনেটে ভোট

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত