হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নিউইয়র্কের পার্কগুলোতে বারবিকিউ পার্টি নিষিদ্ধ

ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে দুই এক জায়গায় আগুনের ছোট ফুলকি ঝোপের মধ্যে পড়ে বেশ বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ছবি: নিউ ইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের পার্কে বা বনাঞ্চলে বারবিকিউ বা গ্রিল করার আয়োজন নিষিদ্ধ করা হয়েছে। শহরের পার্কগুলোতে একাধিক জায়গায় আগুন লাগার ঘটনার পর এই সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

তীব্র বাতাস ও শুষ্ক আবহাওয়ার কারণে আগুন লাগার ঝুঁকি বাড়তে থাকায় আজ মঙ্গলবার এ নিয়ে শহরে ‘রেড ফ্ল্যাগ ওয়ার্নিং’ও জারি করা হয়েছে। জনগণকে সচেতনতার সঙ্গে এসব পরিস্থিতি সামলাতে এবং জরুরি নম্বর ৯১১–এ যোগাযোগ করতে অনুরোধ করেছেন শহরের মেয়র। স্থানীয় সংবাদমাধ্যম ব্রুকলিন নিউজ১২–এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সিটি মেয়র অ্যাডামস বলেন, শুষ্ক আবহাওয়ার কারণে নিউইয়র্কবাসীর নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে। এ জন্য আমরা এই অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছি। এখন থেকে পার্কগুলোতে গ্রিল বা বারবিকিউর মতো আগুন ব্যবহার করে কোনো ধরনের রান্নার আয়োজন করা যাবে না। বিচ্ছিন্ন অগ্নিকাণ্ড বা দাবানলের ঝুঁকি কমাতে সবাইকে সচেতন থাকতে আহ্বান জানান তিনি।

মেয়র বলেন, এ পরিস্থিতিতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এবং যতটা সম্ভব পানি সংরক্ষণে সচেষ্ট হতে হবে।

শহর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ১০ দিনে শহরজুড়ে ১২০টি ঝোপে আগুন লাগার খবর পাওয়া গেছে। এর মধ্যে অন্তত দুটি ঘটেছে ভ্যান কোর্টল্যান্ড পার্কে। গত সপ্তাহে এই পার্কে আগুন লেগে প্রায় ৫ একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়।

গত শুক্রবার ব্রুকলিনের প্রসপেক্ট পার্কে দু–এক জায়গায় আগুনের ফুলকি ঝোপের মধ্যে পড়ে বেশ বড় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

এসব আগুনের কারণে শহরটির আবহাওয়া পরিস্থিতি আরও খারাপ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে শহরের সর্বত্র আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া কোনো আয়োজনের আলোকসজ্জা করতে সড়ক থেকে বিদ্যুৎ সংযোগ বারণ করা হয়েছে।

পাশাপাশি ওয়েল্ডিং (ঝালাই) বা অন্যান্য আগুনের কাজ করার সময়, বিশেষ করে শুকনো ঘাস বা পাতার কাছাকাছি থাকলে, অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

এ ছাড়া শহরের প্রধান পাঁচটি এলাকায় নির্মাণকাজ চলছে, সেসব জায়গায় ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। শহরের বাসিন্দাদের বায়ুমানের দিকে খেয়াল রাখার বিষয়েও সতর্ক করেছেন মেয়র।

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প