করোনার টিকা গ্রহণ না করে অফিসে আসায় মার্কিন সম্প্রচার মাধ্যম সিএনএন-এর ৩ কর্মীকে বহিষ্কার করা হয়েছে। সিএনএন-এর প্রেসিডেন্ট জেফ জাকারের স্বাক্ষরিত একটি চিঠিতে ওই তিন কর্মীকে বহিষ্কারের কথা জানাও হয়।
এ নিয়ে সিএনএন-এর প্রেসিডেন্ট জাকার ওই চিঠিতে বলেন, আমি আবারও পরিষ্কার করতে চাই আমরা টিকা নিয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি।
জেফ জাকার জানিয়েছেন, তাদের নিউজ বিষয়ক স্টাফদের মধ্যে এক-তৃতীয়াংশের বেশি কাজে ফিরেছেন।
আরেকটি টুইট বার্তায় অলিভার ডারসি আরও বলেন, জাকাররে পরিকল্পনা অক্টোবরের সব কর্মীদের অফিসে নিয়ে আসার। এর আগে সিএনএন-এর পক্ষ থেকে জানানো হয়, সেপ্টেম্বরের ৭ তারিখের মধ্যে সব কর্মীরা অফিসে এসে কাজ করার করার পরিকল্পনা করা হচ্ছে তবে পরে এটি স্থগিত করা হয়।
এদিকে প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফটের পক্ষ থেকে বলা হয়েছে, কর্মীদের অফিসে আসতে হলে টিকা নিয়ে আসতে হবে। কোম্পানিটি আগামী ৪ অক্টোবর থেকে অফিস খুলে দেবে বলে জানিয়েছে।