হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

নির্বাচনী প্রচারণায় ট্রাম্প-কমলার রেকর্ড ৩৫০ কোটি ডলার খরচ, কে এগিয়ে

এবারের নির্বাচন ট্রাম্প ও কমলা মিলে প্রায় সাড়ে ৩০০ কোটি ডলার ব্যয় করেছেন। ছবি: সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মিলে ৩৫০ কোটি ডলার ব্যয় করেছেন, যা এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রচারণার খরচে সর্বোচ্চ।

ব্রিটিশ সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে হোয়াইট হাউজে যাওয়ার লড়াইয়ে ট্রাম্প ও কমলা ভোটারদের নিজের পক্ষে টানার লক্ষ্যে যৌথভাবে ব্যয় করেছেন ৩৫০ কোটি ডলার।

অক্টোবরের মাঝামাঝি প্রকাশিত সর্বশেষ তথ্য অনুসারে, প্রার্থীদের প্রচারণা, দলীয় সংগঠনের বাইরে বিভিন্ন গোষ্ঠীর অনুদান এবং দলগুলোর অ্যাকশন কমিটি মিলে মোট প্রায় ৪২০ কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে।

কমলা হ্যারিস তাঁর রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর তুলনায় বেশি তহবিল সংগ্রহ করেছেন। ডেমোক্রেটিক ন্যাশনাল কমিটি এবং এর সঙ্গে সংশ্লিষ্ট তহবিল সংগ্রহকারী সংস্থাগুলো মোট ২৩০ কোটি ডলারের বেশি তহবিল সংগ্রহ করেছে এবং এর মধ্যে ১৯০ কোটি ডলার খরচ করেছে। বিপরীতে ট্রাম্পের গ্রুপ ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি মোট ১৮০ কোটি ডলার তহবিল সংগ্রহ করে ১৬০ কোটি ডলার খরচ করেছে।

এদিকে, ইলেক্টোরাল কলেজ ভোটের ক্ষেত্রে ট্রাম্প প্রথম দিকে বিশাল ব্যবধানে এগিয়ে থাকলেও ক্রমেই সেই ব্যবধান একটু একটু করে কমছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবর বলছে, এখন পর্যন্ত কমলা হ্যারিস ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন এবং ডোনাল্ড ট্রাম্প তাঁর চেয়ে ২০ ভোট বেশি পেয়ে অর্থাৎ, ২৩০টি ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে আছেন।

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প