হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ব্রাজিলে আমাজনের বন উজাড় বেড়েছে ২২ শতাংশ

আমাজন বিশ্বের বৃহত্তম রেইনফরেস্ট। দক্ষিণ আমেরিকার নয়টি দেশজুড়ে অবস্থিত বনটির সিংহভাগ ব্রাজিলে পড়েছে। গত এক বছরে গুরুত্বপূর্ণ বনটিতে ১৫ বছরের মধ্যে সবচেয়ে বেশি বন নিধন হয়েছে বলে ওঠে এসেছে ‘ব্রাজিল’স স্পেস রিসার্চ এজেন্সির (আইএনপিই) সাম্প্রতিক এক প্রতিবেদনে। 

এতে বলা হয়, ২০২০ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাইয়ে আমাজনে বন নিধন আগের বছরের তুলনায় ২২ শতাংশ বেড়েছে, যা ২০০৬ সালের পর সর্বোচ্চ। ফলে ৫ হাজার ১১০ বর্গ কিলোমিটার জায়গা ফাঁকা হয়ে গেছে, যা আয়তনের দিক থেকে নিউ ইয়র্ক শহরের তুলনায় প্রায় ১৭ গুণ বড়। 

দেশটির পরিবেশ মন্ত্রী জোয়াকিম লেইট বলেন, ‘এটা আমাদের জন্য নতুন চ্যালেঞ্জ। বন নিধন অপরাধ। এসব অপরাধ থামাতে আমাদের আরও কঠোর হতে হবে।’ 

তথ্যমতে, আমাজনে প্রায় ৩০ লাখ প্রজাতির গাছ ও প্রাণী রয়েছে। সেখানে বসবাসকারী আদিবাসী মানুষের সংখ্যা প্রায় ১০ লাখ। কার্বন চুষে নেওয়ার আধার ও অক্সিজেনের এ ভান্ডার এভাবে ক্ষতিগ্রস্ত হলে জলবায়ু পরিবর্তন মোকাবিলা আরও কঠিন হবে বলে মনে করেন বিবিসির বিশ্লেষক কেটি ওয়াটসন। 

স্কটল্যান্ডে সদ্য সমাপ্ত জলবায়ু সম্মেলনে (কপ-২৬) বন নিধন বন্ধ করতে একটি চুক্তি হয়েছে। এতে সই করেছে ব্রাজিল। কিন্তু দেশটির বর্তমান প্রেসিডেন্ট জইর বোলসোনারো ২০১৯ সালে ক্ষমতায় আসার পর থেকে আমাজন বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তা ছাড়া বোলসোনারো এবং আইএনপিইয়ের মধ্যে মতপার্থক্য ক্রমশ বাড়ছে। 

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও