হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বুলশিট: বাড়িতে বসে অফিস করা নিয়ে যা বললেন ইলন মাস্ক

করোনার সময় লকডাউন ও সংক্রমণের আতঙ্কে গৃহবন্দী হয়ে পড়েছিলেন অসংখ্য মানুষ। এ অবস্থায় দেশে দেশে কর্মীদের বাড়িতে বসে কাজ করার সুযোগ দেয় বিভিন্ন প্রতিষ্ঠান। ধীরে ধীরে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বিশ্বজুড়ে। 

কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হলেও আবার অফিসে ফিরতে চাইছেন না অসংখ্য কর্মী। তাঁরা বাড়িতে বসেই কাজ চালিয়ে যেতে চান।

এবার বাড়িতে বসে কর্মীদের কাজ করতে চাওয়ার মানসিকতাকে কটাক্ষ করলেন ‘টেসলা ও স্পেসএক্স’-এর প্রধান নির্বাহী ইলন মাস্ক। বিষয়টিকে ‘বুলশিট’ বা বাজে কথা বলে উড়িয়ে দিয়েছেন তিনি। 

আজ বুধবার মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মনোভাব দেখান মাস্ক। শুধু তা-ই নয়, যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁরা লা লা ল্যান্ডে (স্বপ্নের জগৎ) বাস করছে বলেও মন্তব্য করেন তিনি। 

যারা বাড়িতে বসে কাজ করতে চান, তাঁদের উদ্দেশে মাস্ক বলেন, ‘যারা আপনার গাড়ি নির্মাণ করছে, বাড়ি ঠিক করছে—তারা বাড়ি থেকে কাজ করতে পারে না। কিন্তু আপনি করতে পারেন। এটা কি নৈতিকভাবে ঠিক? এটা গোলমেলে। অফিসে বসে যাদের কাজ করতে হয়, তাদের জন্য এটা অপমানজনক।’ 

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার কিনে নেওয়ার পর সংস্থাটির বিভিন্ন নিয়মকানুনে পরিবর্তন আনেন ইলন মাস্ক। এর মধ্যে বাড়িতে বসে কাজ করার নিয়মটিও বাতিল করে দেন তিনি। তবে শুধু নিজের কর্মীদেরই নয়, বাড়িতে বসে কাজ করতে চান এমন সব মানুষের উদ্দেশেই সাক্ষাৎকারে তোপ দাগান তিনি। 

বাড়ি থেকে ল্যাপটপে বসে কাজ করলে কর্মীদের উৎপাদনশীলতা কমে যায় বলেও মত দেন টেসলা বস।

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

ইউরোপজুড়ে তুষারপাতে বিপর্যয়: ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

সোভিয়েতকে তথ্য দিয়ে পশ্চিমাদের বিপদে ফেলেছিলেন যে সিআইএ এজেন্ট, তিনি মারা গেছেন

গ্রিনল্যান্ড দখলের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক অভিযান: হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের কাছে ২০০ কোটি ডলারের তেল বেচবে ভেনেজুয়েলা, চুক্তি চূড়ান্ত

ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড দখলের ইচ্ছা ভয়ংকর

যুক্তরাষ্ট্রকে ৫ কোটি ব্যারেল তেল দিতে হবে ভেনেজুয়েলার, ঘোষণা ট্রাম্পের

শুল্ক থেকে ৬০০ বিলিয়ন ডলারের বেশি পেতে যাচ্ছি, এখন আমরা অনেক বেশি সম্মানিত: ট্রাম্প

মাদুরোর পতন: জুয়ার মার্কেটে রহস্যময় বাজি, এক রাতে কোটিপতি জুয়াড়ি কি ট্রাম্পঘনিষ্ঠ কেউ