হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ওমিক্রনের বিরুদ্ধে টিকার তৃতীয় ডোজ ‘কার্যকরী’, দাবি ফাইজারের

বিশ্বজুড়ে এখনো কমেনি করোনার প্রকোপ। করোনার নতুন ধরন ওমিক্রন নিয়ে বাড়ছে শঙ্কা। বিশ্বের অনেক দেশেই ওমিক্রন শনাক্ত হয়েছে। করোনার নতুন ধরনের বিরুদ্ধে টিকা কতটুকু কার্যকরী, এ নিয়ে রয়েছে সংশয়। এমন পরিস্থিতিতে আজ বুধবার টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক এক বিবৃতিতে ওমিক্রনের বিরুদ্ধে তাঁদের টিকার তৃতীয় ডোজ কার্যকরী বলে দাবি করেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকা কার্যকরের এই ঘোষণা টিকা উৎপাদনকারী কোনো কোম্পানির পক্ষ থেকে এটিই প্রথম। 

বিবৃতিতে ফাইজার-বায়োএনটেক জানিয়েছে, টিকার তৃতীয় ডোজ ওমিক্রনের বিরুদ্ধে কার্যকরী এটি ল্যাবে পরীক্ষিত হয়েছে। প্রয়োজনে আগামী বছরের মার্চে ওমিক্রনের বিরুদ্ধে আরও কার্যকরী টিকা আনা হবে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, তাঁদের করোনা টিকার প্রথম দুই ডোজ তুলনামূলক কম হারে অ্যান্টিবডি সক্রিয় করছে। তবে তৃতীয় ডোজটি অ্যান্টিবডির পরিমাণ বাড়িয়ে দেবে। ওমিক্রন শনাক্ত হয়েছে এমন ব্যক্তিদের দেহে বুস্টার ডোজ দেওয়ার মাসখানিক পর সংগৃহীত রক্তের নমুনা পরীক্ষায় বিষয়টি দেখা গেছে। 

ফাইজারের প্রধান অ্যালবার্ট বোরলা বিবৃতিতে বলেছেন, ‘বেশিসংখ্যক মানুষ যেন করোনা টিকার দুই ডোজই নিতে পারে সেটি নিশ্চিত করা এবং করোনা ছড়িয়ে পড়া রোধে বুস্টার ডোজ হতে পারে ভালো সমাধান।’ 

এর আগে করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে টিকাগুলোর কাজ করা উচিত বলে মন্তব্য করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) একজন কর্মকর্তা। 

কর্মকর্তা ড. মাইক রায়ান বার্তা সংস্থা এএফপিকে জানান, করোনার অন্যান্য ধরনের তুলনায় ওমিক্রন কোভিড টিকার সুরক্ষা বা কার্যকারিতা নষ্ট করে দিতে পারে, এমন কোনো ইঙ্গিত এখনো পাওয়া যায়নি। 

উল্লেখ্য, গত মাসে দক্ষিণ আফ্রিকায় প্রথম করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়। গত ২৬ নভেম্বর করোনার এই নতুন ধরনকে ‘উদ্বেগজনক ধরন’ বলে উল্লেখ করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।      

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী

মাস্ক ‘মাদকসেবী’, ভাইস প্রেসিডেন্ট ‘ষড়যন্ত্রতাত্ত্বিক’: হোয়াইট হাউসের চিফ অব স্টাফ

ফিলিস্তিনসহ আরও যে ৬ দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র

ট্রাম্পের ১০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা প্রতিহতের ঘোষণা দিল বিবিসি