হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

বাড়ি বিক্রির পর ফ্রিজে মিলল ২০ বছর আগে উধাও কিশোরীর খণ্ডিত লাশ

একটি বাড়ির ফ্রিজে কয়েক মাস আগে মিলেছিল মানব শরীরের মাথা ও দুই হাত। ডিএনএ পরীক্ষায় জানা গেছে ওই দেহাংশগুলো ১৬ বছরের এক কিশোরীর। প্রায় দুই দশক আগে নিখোঁজ হয়েছিল সে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের। 

গত জানুয়ারির ১২ তারিখ এই দেহাংশগুলোর খোঁজ মেলে গ্র্যান্ড জংশনের নতুন বিক্রি হওয়া এক বাড়ির ফ্রিজে। ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় দেহাংশগুলো কিশোরী আমান্ডা ওভারস্ট্রিটের, ২০০৫ সাল থেকে যে নিখোঁজ ছিল।

গত শুক্রবার এক বিজ্ঞপ্তিতে মেসা কাউন্টি শেরিফ অফিস দেহাংশের পরিচয় শনাক্তের বিষয়টি নিশ্চিত করে। এতে আরও জানানো হয়, শহরের এক বাসিন্দা বিনা পয়সায় ফেলে রাখা ফ্রিজটি নেওয়ার সুযোগ হাতছাড়া করতে চায়নি। ফ্রিজটি নিজের বাড়ির জন্য আনতে গিয়ে তিনিই এটা আবিষ্কার করেন।

শেরিফ অফিস জানায়, নিখোঁজ হওয়ার সময় ওভারস্ট্রিটের আনুমানিক বয়স ছিল ১৬ বছর। ২০০৫ সালের এপ্রিল থেকে কেউ তাকে দেখেনি। সে ছিল বাড়িটির আগের মালিকের মেয়ে।

ওভারস্ট্রিট হারিয়ে গেছে এ বিষয়ে তখন পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে—এমন কোনো প্রমাণও মেলেনি। কিশোরীর নিখোঁজ এবং একে ঘিরে ডালপালা মেলা রহস্যভেদে তদন্ত চালানো হচ্ছে বলেও জানায় শেরিফের কার্যালয়।

ওভারস্ট্রিটের অন্তর্ধান সম্পর্কে আরও তথ্য সংগ্রহ করতে মেসা কাউন্টি শেরিফ অফিসের সঙ্গে যোগাযোগ করে সিএনএন।

এর আগে কর্তৃপক্ষ বলেছিল, তারা বিশ্বাস করে যে এ আবিষ্কারটি একটি ‘বিচ্ছিন্ন ঘটনা’ এবং এলাকাবাসীর জন্য কোনো ক্রমাগত হুমকি ছিল না।

শেরিফের কার্যালয় মৃত্যুর কারণ চিহ্নিত করা সম্ভব হয়েছে কি না তা প্রকাশ করেনি।

এদিকে সিএনএনের সহযোগী সংস্থা কেজেসিটি সূত্রে জানা গেছে, একজন প্রতিবেশী নিখোঁজ হওয়ার আগে ওভারস্ট্রিটকে স্কুলের দিকে হেঁটে যেতে দেখেছিলেন।

জেমসন পেরেজ নামের ওই ভদ্রলোক বলেন, ‘শেষবার আমরা ছোট মেয়েটিকে যখন দেখেছিলাম তখন সে স্কুলে যাচ্ছিল।’

তিনি আবিষ্কৃত দেহাংশ সম্পর্কে বলেন, ‘আমরা চিন্তা করছিলাম এটা কে হতে পারে? একসময় ভাবতে শুরু করি, সেই ছোট্ট মেয়েটিকেই পাওয়া গেল না তো ওখানে (ফ্রিজে)?’

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প