হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হারিকেন ইয়ানে ফ্লোরিডায় নিহত অন্তত ৪৫ 

প্রলয়ংকরী ঝড় হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ ক্যারোলিনায় হারিকেন ইয়ান আছড়ে পড়ে এবং ফ্লোরিডাজুড়ে তাণ্ডব চালালে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার বিকেলে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ঝড়টি আছড়ে পড়ে। রাতে ঝাড়টি ঘণ্টায় ৬০ মাইল বেগে প্রবাহিত হতে শুরু করে। এরপর রাতারাতি ঝড়টি দুর্বল হয়ে শনিবারে ভার্জিনিয়ার দিকে অগ্রসর হয়ে থেমে যায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ব্যাপক ঝড়ের কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা এবং দক্ষিণ-পূর্ব ভার্জিনিয়ার কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

দুই দিন আগে ইয়ান হারিকেন ক্যাটাগরি-৪ হিসেবে ফ্লোরিডায় আঘাত হেনেছিল। সে সময় ইয়ানের আঘাতে উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বন্যার পানিতে রাস্তা-ঘাট ভেসে গেছে।

গতকাল রাতের ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। দক্ষিণ ক্যারোলিনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির হিসাব করতে শুরু করেছে। অন্যদিকে চার্লসটন থেকে প্রায় ৭০ মাইল উত্তরের পাওলিস দ্বীপের কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির তালিকা করতে শুরু করেছে।

সিএনএন জানিয়েছে, ফ্লোরিডা রাজ্যের চেরি গ্রোভ ও পাওলিস দ্বীপ ঝড়ের কারণে আংশিকভাবে ভেঙে পড়েছে। পাওলিস দ্বীপের পুলিশ বলেছে, নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা দ্বীপে কাউকে ফিরতে দিচ্ছে না।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন ইয়ান যে ধ্বংসলীলা চালিয়েছে, তা কাটিয়ে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে। ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঝড় বলেও অভিহিত করেছেন তিনি। 

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ

ধনী খদ্দেরদের জন্য কিশোরীদের যেভাবে বাছাই করতেন এপস্টেইন—উঠে এল এফবিআইয়ের তদন্তে

বিল ক্লিনটনকে ‘বলির পাঁঠা’ বানানোর অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে

মার্কিন সরকারি ওয়েবসাইট থেকে ট্রাম্পের ছবিসহ ১৬ এপস্টেইন নথি গায়েব

যুক্তরাষ্ট্র ছাড়ার কথা ভাবছেন আতঙ্কিত শিক্ষকেরা

জনপ্রিয়তায় ধস: জাতির উদ্দেশে ভাষণে নিজের গুণগান আর সেনাদের খুশি রাখার কৌশলে ট্রাম্প

ভেনেজুয়েলার তেল আমাদের সম্পদ, বললেন ট্রাম্পের শীর্ষ সহযোগী