হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

হারিকেন ইয়ানে ফ্লোরিডায় নিহত অন্তত ৪৫ 

প্রলয়ংকরী ঝড় হারিকেন ইয়ানের আঘাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অন্তত ৪৫ জন নিহত হয়েছে। গতকাল শুক্রবার রাতে দক্ষিণ ক্যারোলিনায় হারিকেন ইয়ান আছড়ে পড়ে এবং ফ্লোরিডাজুড়ে তাণ্ডব চালালে এসব মৃত্যুর ঘটনা ঘটে। মার্কিন গণমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, শুক্রবার বিকেলে দক্ষিণ ক্যারোলিনার জর্জটাউনের কাছে ঝড়টি আছড়ে পড়ে। রাতে ঝাড়টি ঘণ্টায় ৬০ মাইল বেগে প্রবাহিত হতে শুরু করে। এরপর রাতারাতি ঝড়টি দুর্বল হয়ে শনিবারে ভার্জিনিয়ার দিকে অগ্রসর হয়ে থেমে যায়।

সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার রাতে ব্যাপক ঝড়ের কারণে উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা এবং দক্ষিণ-পূর্ব ভার্জিনিয়ার কিছু অংশে আকস্মিক বন্যা দেখা দিয়েছে।

দুই দিন আগে ইয়ান হারিকেন ক্যাটাগরি-৪ হিসেবে ফ্লোরিডায় আঘাত হেনেছিল। সে সময় ইয়ানের আঘাতে উপকূলীয় অঞ্চল বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বন্যার পানিতে রাস্তা-ঘাট ভেসে গেছে।

গতকাল রাতের ঝড়ের ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। দক্ষিণ ক্যারোলিনা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা ক্ষয়ক্ষতির হিসাব করতে শুরু করেছে। অন্যদিকে চার্লসটন থেকে প্রায় ৭০ মাইল উত্তরের পাওলিস দ্বীপের কর্তৃপক্ষও ক্ষয়ক্ষতির তালিকা করতে শুরু করেছে।

সিএনএন জানিয়েছে, ফ্লোরিডা রাজ্যের চেরি গ্রোভ ও পাওলিস দ্বীপ ঝড়ের কারণে আংশিকভাবে ভেঙে পড়েছে। পাওলিস দ্বীপের পুলিশ বলেছে, নিরাপত্তাব্যবস্থা পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত তারা দ্বীপে কাউকে ফিরতে দিচ্ছে না।

প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হারিকেন ইয়ান যে ধ্বংসলীলা চালিয়েছে, তা কাটিয়ে উঠতে অন্তত ছয় মাস সময় লাগবে। ইয়ানকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর ঝড় বলেও অভিহিত করেছেন তিনি। 

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ