হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে এবার সহকর্মীর গুলিতে ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের পশ্চিম মেরিল্যান্ডে কংক্রিট-সামগ্রী নির্মাণের একটি কারখানায় সহকর্মীর গুলিতে তিন কর্মচারী নিহত হয়েছেন এবং পুলিশসহ ওই বন্দুকধারী আহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন ইনকরপোরেশনে এ গুলির ঘটনা ঘটেছে। 

ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেন্ডোর বলেছেন, ‘সন্দেহভাজন ওই বন্দুকধারী কর্মীকে কারখানার প্রায় ১০ মাইল দক্ষিণের মাউন্ট অ্যাটনা সড়ক থেকে আটক করা হয়। তিনি ওই পথ দিয়ে পালিয়ে যাচ্ছিলেন।’ 

আরেকজন কাউন্টি শেরিফ সার্জেন্ট কার্লি হোস বলেন, ‘বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পুলিশের এক সদস্যের কাঁধে গুলি লেগেছে। বন্দুকধারীও আহত হয়েছেন। দুজনকেই একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

নিহত তিন কর্মচারী হচ্ছেন মার্ক অ্যালান ফ্রে (৫০), চার্লস অ্যাডওয়ার্ড মিনিক জুনিয়র (৩১) এবং জোশুয়া রবার্ট ওয়ালেস (৩০)। ডগলাস মুলেন্ডোর জানিয়েছেন, বন্দুকধারী ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা। তাঁর বয়স ২৩। কিন্তু ডগলাস মুলেন্ডোর তাঁর নাম প্রকাশ করেননি। কারণ তাঁর বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি। 

কলম্বিয়া ইনকরপোরেশন বেশ পুরোনো একটি কোম্পানি। এটি ১৯৩৭ সাল থেকে কংক্রিটের পণ্য তৈরি করে আসছে। স্মিথসবার্গের মেয়র ডনি সাউডার্স বলেছেন, ‘প্রতিষ্ঠানটি শহর থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। শহরটিতে প্রায় ৩ হাজার মানুষ বাস করে। এ ধরনের একটি ঘটনা এই ছোট্ট শহরে উদ্বেগ তৈরি করেছে।’ 

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীর হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে হামলাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

এইচ–১বি ভিসা ফি বৃদ্ধি: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ২০ অঙ্গরাজ্যের মামলা

সিরিয়ায় মার্কিন বাহিনীর ওপর আইসিসের হামলার জবাব দেবেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ব্রাউন ইউনিভার্সিটিতে গুলিতে নিহত ২, আহত ৮

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ