হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে এবার সহকর্মীর গুলিতে ৩ জন নিহত

যুক্তরাষ্ট্রের পশ্চিম মেরিল্যান্ডে কংক্রিট-সামগ্রী নির্মাণের একটি কারখানায় সহকর্মীর গুলিতে তিন কর্মচারী নিহত হয়েছেন এবং পুলিশসহ ওই বন্দুকধারী আহত হয়েছেন। আহত দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

মেরিল্যান্ড পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার মেরিল্যান্ডের স্মিথসবার্গের কলম্বিয়া মেশিন ইনকরপোরেশনে এ গুলির ঘটনা ঘটেছে। 

ওয়াশিংটন কাউন্টি শেরিফ ডগলাস মুলেন্ডোর বলেছেন, ‘সন্দেহভাজন ওই বন্দুকধারী কর্মীকে কারখানার প্রায় ১০ মাইল দক্ষিণের মাউন্ট অ্যাটনা সড়ক থেকে আটক করা হয়। তিনি ওই পথ দিয়ে পালিয়ে যাচ্ছিলেন।’ 

আরেকজন কাউন্টি শেরিফ সার্জেন্ট কার্লি হোস বলেন, ‘বন্দুকধারীর সঙ্গে পুলিশের গোলাগুলি হয়েছে। পুলিশের এক সদস্যের কাঁধে গুলি লেগেছে। বন্দুকধারীও আহত হয়েছেন। দুজনকেই একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’ 

নিহত তিন কর্মচারী হচ্ছেন মার্ক অ্যালান ফ্রে (৫০), চার্লস অ্যাডওয়ার্ড মিনিক জুনিয়র (৩১) এবং জোশুয়া রবার্ট ওয়ালেস (৩০)। ডগলাস মুলেন্ডোর জানিয়েছেন, বন্দুকধারী ব্যক্তি পশ্চিম ভার্জিনিয়ার বাসিন্দা। তাঁর বয়স ২৩। কিন্তু ডগলাস মুলেন্ডোর তাঁর নাম প্রকাশ করেননি। কারণ তাঁর বিরুদ্ধে এখনো অভিযোগ দায়ের করা হয়নি। 

কলম্বিয়া ইনকরপোরেশন বেশ পুরোনো একটি কোম্পানি। এটি ১৯৩৭ সাল থেকে কংক্রিটের পণ্য তৈরি করে আসছে। স্মিথসবার্গের মেয়র ডনি সাউডার্স বলেছেন, ‘প্রতিষ্ঠানটি শহর থেকে প্রায় তিন মাইল দূরে অবস্থিত। শহরটিতে প্রায় ৩ হাজার মানুষ বাস করে। এ ধরনের একটি ঘটনা এই ছোট্ট শহরে উদ্বেগ তৈরি করেছে।’ 

যুক্তরাষ্ট্রে সাম্প্রতিক সময়ে বন্দুকধারীর হামলা আশঙ্কাজনকভাবে বেড়েছে। গত মাসে টেক্সাসে একটি স্কুলে বন্দুকধারীর হামলায় ১৯ শিক্ষার্থী ও দুই শিক্ষক নিহত হয়েছেন। এ ছাড়া নিউইয়র্কের বাফেলোতে একটি সুপারমার্কেটে হামলাসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে বেশ কয়েটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প

ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ ডোনাল্ড ট্রাম্প!

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প