হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

যুক্তরাষ্ট্রে আগাম ভোট দিলেন ৬ কোটি ভোটার

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটের বাকি আর পাঁচ দিন। এরই মধ্যে সাড়ে ছয় কোটি ভোটার তাঁদের ভোট দিয়েছেন।

এদিকে নতুন এক জরিপে বলা হচ্ছে, এবার নারী ভোটারদের আগ্রহের জায়গায় রয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। আর পুরুষ ভোটারদের আগ্রহ সাবেক প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পে।

আজ শুক্রবার নতুন জরিপের তথ্য প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। তাঁরা বলছে, ২০২০ সালের চেয়ে এবার বেশি আগাম ভোট পড়বে।

এদিকে আল জাজিরার খবরে বলা হয়েছে, এবারের ভোটে কে পুরুষ আর কে নারী সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। জরিপ বলছে, কমলা হ্যারিস এবার এগিয়ে আছেন নারী ভোটারদের মধ্যে। আর পুরুষ ভোটারদের মধ্যে এগিয়ে আছেন ট্রাম্প। দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোয় পুরুষের তুলনায় নারীরা বেশি ভোট দিচ্ছেন। সাত দোদুল্যমান অঙ্গরাজ্যেই এই চিত্র দেখা যাচ্ছে।

এদিকে জাতীয় জনমত জরিপ প্রকাশ করেছে ফাইভ থার্টি এইট। এতে বলা হয়েছে, ট্রাম্পের চেয়ে খুব অল্প ব্যবধানে এখনো এগিয়ে আছেন কমলা হ্যারিস। এই ব্যবধান ১ দশমিক ৪ পয়েন্ট। আর দোদুল্যমান অঙ্গরাজ্যগুলোর জরিপে বলা হয়েছে, দুটি গুরুত্বপূর্ণ রাজ্য উইসকনসিন ও মিশিগানে ট্রাম্পের চেয়ে অল্প ব্যবধানে এগিয়ে কমলা হ্যারিস। তবে বিশ্লেষকেরা আল জাজিরাকে বলেছেন, ভোট দেওয়া শেষ হলে এটাকে ভার্চুয়ালি ড্র হিসেবে বিবেচনা করা যেতে পারে।

ট্রাম্প ও কমলার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে এতে কোনো সন্দেহ নেই। এই পরিস্থিতিতে যুক্তরাজ্যের প্রভাশালী ম্যাগাজিন দ্য ইকোনমিস্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন ব্যক্ত করেছে। বৃহস্পতিবার একটি বিবৃতিও দিয়েছে তাঁরা।

১০০ কোটি ডলার দিয়ে ট্রাম্পের গাজা পরিষদে থাকছে যেসব দেশ, ‘না’ বলল যারা

গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নিয়ে চুক্তির ‘কাঠামো’ প্রস্তুত, ইউরোপের ওপর থেকে শুল্ক প্রত্যাহার

ভেনেজুয়েলায় শক্তিশালী ‘সনিক উইপন’ ব্যবহার করেছেন ট্রাম্প, বিশেষ অস্ত্রটি যেভাবে কাজ করে

যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল ঠেকানোর সাধ্য কারও নেই, তবে বল প্রয়োগ করব না: ট্রাম্প

বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে সুইজারল্যান্ডে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প

ন্যাটোতে মার্কিন অংশগ্রহণ কমানোর প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র, লাগবে কয়েক বছর

যদি কিছু ঘটে, ওদের পৃথিবীর বুক থেকে মুছে ফেলব—কাকে এমন হুমকি দিলেন ট্রাম্প

গ্রিনল্যান্ড ইস্যুতে পিছু হটার সুযোগ নেই, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ: ট্রাম্প

এবার ব্রিটেনের চাগোস দ্বীপপুঞ্জে ‘নজর’ ট্রাম্পের, অস্বস্তিতে স্টারমার

গ্রিনল্যান্ড দখলে বল প্রয়োগ করবেন কি না—প্রশ্নে ট্রাম্পের ‘নো কমেন্ট’