ভিয়েতনাম যুদ্ধের গোপন নথি প্রকাশ করে হইচই ফেলে দিয়েছিলেন। ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক ব্যক্তি’ হিসেবে পরিচিত তিনি। সেই ডেনিয়েল এলসবার্গ মারা গেছেন। ৯২ বছর বয়সে ক্যালিফোর্নিয়া কেনশিংটনে তাঁর নিজ বাড়িতে মৃত্যু হয়েছে তাঁর। বিবিসির এক প্রতিবেদনে তার মৃত্যুর বিষয়টি জানানো হয়েছে।
ডেনিয়েল এলসবার্গ দীর্ঘদিন ধরে অগ্ন্যাশয়ের ক্যানসারে ভুগছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। মার্কিন বেতার এনপিআরকে তাঁর পরিবার বলেছে, ডেনিয়েল একজন সত্যবাদী, দেশপ্রেমিক, যুদ্ধবিরোধী এবং অনেকের জন্য অনুপ্রেরণা।
ডেনিয়েল এলসবার্গ যুক্তরাষ্ট্রের নিরাপত্তা বিশ্লেষক ছিলেন। ১৯৭১ সালে ভিয়েতনাম যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্টতার তথ্য ফাঁস করে বিশ্বব্যাপী আলোচনায় আসেন। মার্কিন প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর পেন্টাগন থেকে ভিয়েতনাম যুদ্ধ সংক্রান্ত ৭ হাজার পৃষ্ঠার গোপন নথি ফাঁস করেছিলেন তিনি। পরে সেটিই ‘পেন্টাগন পেপারস’ নামে বিশ্বব্যাপী পরিচিতি পায়।
তৎকালীন নিক্সন সরকার পেন্টাগন পেপারস প্রকাশ ঠেকাতে ব্যাপক তৎপরতা চালায়। তাঁর বিরুদ্ধে আদালতে মামলাও হয়। পরে এলসবার্গের বিরুদ্ধে মামলা খারিজ হয়ে যায়।