যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ ব্রাজিল। এখনো দেশটিতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। টিকা কার্যক্রম চালু হলেও এতে দেখা যাচ্ছে মন্থর গতি। এ অবস্থার মধ্যেই টিকা কেনা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে প্রেসিডেন্ট জাইর বলসোনারোর বিরুদ্ধে। এ অভিযোগে ভারত থেকে কোভ্যাক্সিন টিকা আনার চুক্তিও বাতিল করতে হয়েছে দেশটিকে।
এ ঘটনায় বলসোনারোর অভিশংসনের দাবিতে ব্রাজিলের রাস্তায় বিক্ষোভ করেছে প্রায় ১০ হাজার মানুষ। বিক্ষোভকারীরা আরও টিকা আনার দাবিও জানিয়েছে।
বলসোনারোর বিরুদ্ধে এই বিক্ষোভ হওয়ার কথা ছিল ২৪ জুলাই। কিন্তু গত শুক্রবার আদালতের নির্দেশে বলসোনারোর অনিয়ম নিয়ে তদন্ত শুরু হলে তাঁর অভিশংসনের দাবিতে এই কর্মসূচি এগিয়ে আনে বিরোধীরা। গত শনিবার দেশটির ১৩টি স্টেটের রাজধানীতে রাস্তায় নামেন বিক্ষোভকারীরা।
সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ দীর্ঘদিনের। করোনায় ব্রাজিলে পাঁচ লাখের বেশি মানুষ মারা যাওয়ায় প্রেসিডেন্টের নীতিকেই দায়ী করছে মানুষ। সব মিলিয়ে তাঁর বিরুদ্ধে ফুঁসে উঠেছে জনতা।