হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

মেক্সিকোতে হারিকেন ওটিসের তাণ্ডব, নিহত ২৭

মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে আঘাত হানা হারিকেন ওটিসের তাণ্ডবে অন্তত ২৭ জন নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার মেক্সিকো সরকার হারিকেনের আঘাতে হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে। 

বার্তা সংস্থা এপির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মেক্সিকোর উপকূলীয় শহর আকাপুল্কোতে ওটিস আঘাত হানার একদিন পার হয়ে গেলেও সাহায্যের অপেক্ষায় রয়েছে আশ্রয় ও বিদ্যুৎ বিচ্ছিন্ন ১০ হাজারেরও বেশি মানুষ। হারিকেনের প্রভাবে পাম্প চালানোর মতো বিদ্যুৎ না থাকায় শহরটির পৌর পানি ব্যবস্থা বিকল হয়ে পড়েছে। 

আজ সকালে এক সংবাদ সম্মেলনে মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর আকাপুল্কোজুড়ে মৃত্যুর সংখ্যা নিশ্চিত করেন। তবে তিনি এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য দেননি। তিনি দুর্যোগ কবলিত স্থানে পৌঁছানোর ক্ষেত্রে সরকারের বিলম্বের বিষয়টি স্বীকার করেছেন। 

গতকাল বুধবার লোপেজ ওব্রাদোর আকাপুল্কোতে পৌঁছে বলেন, হারিকেনের তাণ্ডব এতটাই জোরালো ছিল যে একটিও বৈদ্যুতিক খুঁটি রক্ষা পায়নি। শহরের বাইরে ঝোড়ো হাওয়া ও ভারী বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বিস্তীর্ণ ভুট্টাখেত। ওই অঞ্চলে বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে বলে জানান তিনি। 

লোপেজ ওব্রাদোর বলেন, ‘২৭ জনের মৃত্যুতে আমরা শোকাহত।’ গতকাল বুধবার তাঁকে মৃতের সংখ্যা ১৮ জানানো হলেও বৃহস্পতিবার সকালে তা বেড়ে যায় বলে জানান প্রেসিডেন্ট। 

লোপেজ বলেন, ‘মানুষের মৃত্যুটাই সবচেয়ে কষ্টদায়ক। জাগতিক ক্ষতি পূরণ করা যায়। মানুষ নিরাপদ আশ্রয়ে গিয়ে নিজেদের রক্ষা করেছিল, তাই সৌভাগ্যবশত প্রাণহানি আর বাড়েনি।’

ভেনেজুয়েলায় ট্রাম্পকে সহযোগিতা করতে চান কানাডার ধনকুবের

‘শিশুকামীদের রক্ষক’ বলায় খেপলেন ট্রাম্প, দিলেন ‘এফ বর্গীয়’ গালি

ট্রাম্পের হুমকি-ধমকির পর হার্ভার্ডে চীনা শিক্ষার্থী ভর্তি উল্টো বেড়েছে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

মুসলিম ব্রাদারহুডের তিনটি শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা যুক্তরাষ্ট্রের

২০২৫ সালে ১ লাখের বেশি ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র

এখনো ইরানে হামলার কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর ওপর ট্রাম্পের বাড়তি ২৫% শুল্ক, কপাল আরও পুড়তে পারে ভারতের

তিন হাজারের বেশি যৌন নিপীড়নের অভিযোগ, মার্কিন কাঠগড়ায় উবার

গ্রিনল্যান্ডের প্রতিরক্ষায় ডেনমার্কের হাতে আছে মাত্র দুই কুকুরের স্লেজ: ট্রাম্প