হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে মার্কিন হামলাকে হিরোশিমায় পারমাণবিক বোমার ফেলার সঙ্গে তুলনা করলেন ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: এএফপি

ইরানে মার্কিন হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের হিরোশিমায় পারমাণবিক বোমার ফেলার সঙ্গে তুলনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলার মধ্য দিয়ে যেভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমাপ্ত হয়েছিল, সেভাবেই ইরানের ওপর যুক্তরাষ্ট্রের বি-২ বোমারু বিমানের হামলা ইসরায়েল-ইরান যুদ্ধের ইতি টেনেছে।

নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে এক সাক্ষাৎকারে ট্রাম্প এই মন্তব্য করেন। তিনি বলেন, ‘তারা (ইরান) এই কর্মসূচিতে ট্রিলিয়ন ডলার ব্যয় করেছে, কিন্তু সফল হতে পারেনি। আর এখন আমরা ওদের সঙ্গে বেশ ভালোভাবেই চলছি। কিন্তু যদি ওই হামলা সফল না হতো? ওই আঘাতই যুদ্ধ শেষ করেছে। হিরোশিমার উদাহরণ আমি দিতে চাই না, নাগাসাকিরও না... কিন্তু সেটাই তো ওই যুদ্ধের ইতি টেনেছিল। একদম তেমনই, এই হামলাই এই যুদ্ধের শেষ টেনে দিয়েছে।”

গত ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের ইস্পাহান ও ফোর্দোর পারমাণবিক স্থাপনায় বড় ধরনের হামলা চালায়, যেখানে বাংকার-বাস্টার বোমা ব্যবহার করা হয়।

হামলায় ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র ও সমৃদ্ধকরণ স্থাপনাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা দেশটির পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন তুলেছে।

ট্রাম্প প্রশাসন এই হামলাকে ইরানের ‘পারমাণবিক হুমকি’ নির্মূলের চূড়ান্ত পদক্ষেপ হিসেবে উপস্থাপন করছে।

যুক্তরাষ্ট্রের যেসব ক্যাটাগরির ভিসা স্থগিত হচ্ছে, ভুক্তভোগী হচ্ছেন যাঁরা

ইরানে মার্কিন হামলা স্থগিত করায় তেলের দামে বড় পতন

ইরানকে আরেকটি সুযোগ দিতে ট্রাম্পকে শেষ মুহূর্তে রাজি করায় সৌদি, কাতার ও ওমান

ট্রাম্প-মাচাদো বৈঠকের আগে ভেনেজুয়েলার আরও এক ট্যাংকার জব্দ

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতের আওতায় কারা পড়বে না, জানাল স্টেট ডিপার্টমেন্ট

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি বংশোদ্ভূত নারীকে টেনেহিঁচড়ে গাড়ি থেকে তুলে নিয়ে গেল অভিবাসন পুলিশ

গ্রিনল্যান্ড প্রশ্নে যুক্তরাষ্ট্র: আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্ব

ইরানে হত্যা চলছে না, আমাকে ‘আশ্বস্ত’ করা হয়েছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের ভিসা স্থগিতে ৭৫ দেশের তালিকায় পাকিস্তান, নেই ভারত

বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য অভিবাসী ভিসা স্থগিত করছে যুক্তরাষ্ট্র