ঢাকা: বিশ্বব্যাপী সংকটপূর্ণ দেশগুলোর মধ্যে তাইওয়ানকে সাড়ে ৭ লাখ করোনা টিকার ডোজ দেবে যুক্তরাষ্ট্র। আজ রোববার যুক্তরাষ্ট্রের সিনেটর ট্যামি ডাকওয়ার্থ এ কথা বলেন। তিনি বলেন, এর মাধ্যমে মহামারির বিরুদ্ধে লড়াইয়ের জন্য দ্বীপগুলোকে প্রয়োজনীয় উৎসাহ দেওয়া হচ্ছে। খবর রয়টার্স।
করোনা টিকার সংকটের কারণে বিশ্বব্যাপী অনেক জায়গার মতো তাইওয়ানও প্রভাবিত হয়েছে। যেখানে দুইটি ডোজ দেওয়া জরুরি, সেখানে ২৩ দশমিক ৫ শতাংশ মানুষের মধ্যে শতকরা ৩ শতাংশ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে।
সহযোগী সিনেটর ড্যান সুলিভান এবং ক্রিস্টোফার কুনসের সঙ্গে সংক্ষিপ্ত সফর শেষে তাইপেল শহরের শনসাল বিমানবন্দরে নেমে ডাকওয়ার্থ বলেন, যুক্তরাষ্ট্রের প্রথম পদক্ষেপের অংশ হিসেবে তাইওয়ান সাড়ে ৭ লাখ টিকার ডোজ পেতে যাচ্ছে।
তিনি আরও বলেন, তাইওয়ানের জরুরি অবস্থা এবং দুই দেশের পারস্পরিক সম্পর্ক বিবেচনা করে এই পদক্ষেপের শুরুতে তাইওয়নাকে রাখা হয়েছে। তবে কবে নাগাদ এগুলো দেওয়া হবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।