হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফাইজারের মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো করোনার মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইজারের মুখে খাওয়া ওষুধ প্যাক্সলোভিড এই অনুমোদন পেয়েছে। গতকাল বুধবার ১২ বছরের অধিক বয়সীদের জন্য যুক্তরাষ্ট্র এই অনুমোদন দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মারাত্মক ঝুঁকি এড়াতে এই পিল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটির ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এটি হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি ৯০ শতাংশ কমাতে সক্ষম হবে। সাম্প্রতিক ল্যাবের গবেষণায় দেখা গেছে, এই ওষুধ করোনার ওমিক্রন ধরন মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখবে। 

ফাইজার কর্তৃপক্ষ বলছে, ২০২২ সালে তারা ৮ কোটি থেকে ১২ কোটি ডোজ ওষুধ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তারা খুব দ্রুতই যুক্তরাষ্ট্রে এই ওষুধ সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। 

যুক্তরাষ্ট্র ১ কোটি ডোজের জন্য চুক্তি করেছে। এর মধ্যে চলতি বছর ১ লাখ ৮০ হাজার ডোজ সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে। এটির প্রতি কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ ডলার। 

হোয়াইট হাউসের কোভিড রেসপন্স টিমের কো-অর্ডিনেটর জেফ জিয়েন্টস এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে জানুয়ারির মধ্যে ২ লাখ ৬৫ হাজার কোর্স থাকবে এবং পরবর্তী মাসগুলিতে এর সরবরাহ বাড়বে। 

জন হপকিন্স ইনস্টিটিউট ফর হেলথ সিকিউরিটির সিনিয়র স্কলার অমেশ আদালজা বলেছেন, ‘প্যাক্সলোভিডের অনুমোদন করোনা মোকাবিলার ক্ষেত্রে আরেকটি মাইলফলক।’ 

গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প

‘চীন-রাশিয়াকে ঠেকাতে গ্রিনল্যান্ডের মালিকানা লাগবেই’, ট্রাম্প কেন এত মরিয়া

ক্যারিবীয় সাগরে পঞ্চম তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

অধিবাসীদের নগদ অর্থ দিয়ে গ্রিনল্যান্ড ‘কেনার’ কথা ভাবছে ট্রাম্প প্রশাসন

আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের জব্দ করা রুশ জাহাজে আছেন ৩ ভারতীয়

মার্কিন পুলিশের গুলিতে নিহত রেনি গুড ছিলেন একজন কবি

ভেনেজুয়েলার তেল নিয়ে ট্রাম্পের দীর্ঘমেয়াদি পরিকল্পনা, সমর্থন আছে অন্তর্বর্তী সরকারেরও