হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ফাইজারের মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

প্রথমবারের মতো করোনার মুখে খাওয়া ওষুধের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ফাইজারের মুখে খাওয়া ওষুধ প্যাক্সলোভিড এই অনুমোদন পেয়েছে। গতকাল বুধবার ১২ বছরের অধিক বয়সীদের জন্য যুক্তরাষ্ট্র এই অনুমোদন দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মারাত্মক ঝুঁকি এড়াতে এই পিল ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে। কোম্পানিটির ক্লিনিক্যাল ট্রায়ালে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, এটি হাসপাতালে ভর্তি ও মৃত্যু ঝুঁকি ৯০ শতাংশ কমাতে সক্ষম হবে। সাম্প্রতিক ল্যাবের গবেষণায় দেখা গেছে, এই ওষুধ করোনার ওমিক্রন ধরন মোকাবিলায়ও কার্যকর ভূমিকা রাখবে। 

ফাইজার কর্তৃপক্ষ বলছে, ২০২২ সালে তারা ৮ কোটি থেকে ১২ কোটি ডোজ ওষুধ তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। তারা খুব দ্রুতই যুক্তরাষ্ট্রে এই ওষুধ সরবরাহ করতে প্রস্তুত রয়েছে। 

যুক্তরাষ্ট্র ১ কোটি ডোজের জন্য চুক্তি করেছে। এর মধ্যে চলতি বছর ১ লাখ ৮০ হাজার ডোজ সরবরাহ করার জন্য প্রস্তুত রয়েছে। এটির প্রতি কোর্সের মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৩০ ডলার। 

হোয়াইট হাউসের কোভিড রেসপন্স টিমের কো-অর্ডিনেটর জেফ জিয়েন্টস এক সংবাদ সম্মেলনে বলেছেন, যুক্তরাষ্ট্রের কাছে জানুয়ারির মধ্যে ২ লাখ ৬৫ হাজার কোর্স থাকবে এবং পরবর্তী মাসগুলিতে এর সরবরাহ বাড়বে। 

জন হপকিন্স ইনস্টিটিউট ফর হেলথ সিকিউরিটির সিনিয়র স্কলার অমেশ আদালজা বলেছেন, ‘প্যাক্সলোভিডের অনুমোদন করোনা মোকাবিলার ক্ষেত্রে আরেকটি মাইলফলক।’ 

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প