হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরান সাহসের সঙ্গে লড়েছে: ট্রাম্প

আজকের পত্রিকা ডেস্ক­

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: বিবিসি

ইসরায়েলের সঙ্গে সদ্য শেষ হওয়া সংঘাতে ইরান বীরের মতো লড়াই করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বর্তমানে তিনি ন্যাটো সম্মেলনে যোগ দিতে নেদারল্যান্ডসের হেগে অবস্থান করছেন।

সম্মেলনে যুক্তরাষ্ট্র ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে যাচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘ইরান তো সদ্য একটি যুদ্ধ করল এবং তারা সাহসিকতার সঙ্গে লড়াই করেছে।’

ট্রাম্প আরও বলেন, ‘যদি তারা তেল বিক্রি করতে চায়, তাহলে করবে। চীন চাইলে তাদের কাছ থেকে তেল কিনতেই পারে।’

ট্রাম্পের মতে, ইরানকে আবার নিজেদের গুছিয়ে নিতে অর্থের প্রয়োজন হবে।

ট্রাম্পকে আরও জিজ্ঞেস করা হয়—ইরানের সঙ্গে পরবর্তী ধাপ কী এবং যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান তাদের পারমাণবিকসামগ্রী সরিয়ে ফেলতে পেরেছে কি না।

এই প্রশ্নের জবাবে ট্রাম্প জানান, ঠিক উল্টোটা ঘটেছে। ইরান সেই সামগ্রী সরিয়ে নিতে পারেনি। কারণ, সেগুলো অনেক ভারী ও সরানো কঠিন। তিনি বিশ্বাস করেন, ইরানের পারমাণবিক সক্ষমতা এখন নিষ্ক্রিয় হয়ে গেছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের শান্তিকামীদের সঙ্গে কথা বলার সদিচ্ছা দেখিয়েছেন। তিনি আরও যোগ করেন, আলোচনার অগ্রগতি নির্ভর করবে ইরানের আন্তরিকতার ওপর।

এই বিষয়ে ট্রাম্প বলেন, ‘আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলব। হয়তো একটি চুক্তিও স্বাক্ষরিত হবে।’

তবে তিনি এটাও বলেন, ‘আমি মনে করি, এটা অতটা জরুরি নয়। তারা যুদ্ধ করেছে, লড়েছে, এখন নিজেদের জগতে ফিরে যাচ্ছে। চুক্তি হোক বা না হোক, আমি তেমন কিছু মনে করি না। আমরা তাদের সঙ্গে সাক্ষাৎ করব।’

‘২০২৫’ নিয়ে ১৯৯৮ সালে করা আমেরিকানদের ভবিষ্যদ্বাণী কতটুকু মিলেছে

সন্ত্রাসী হামলার হুমকি, যুক্তরাষ্ট্রে ভারতীয় শিক্ষার্থী মনোজ সাই গ্রেপ্তার

আট ঘণ্টায়ও মেলেনি চিকিৎসা, কানাডার হাসপাতালে ভারতীয়র মৃত্যু

৮০ হাজার অবৈধ অভিবাসীকে গুদামে রাখার পরিকল্পনা ট্রাম্পের

চীনের ক্রমবর্ধমান সমরসজ্জার সামনে ‘অরক্ষিত’ যুক্তরাষ্ট্র

জুলাই হত্যাকাণ্ডকে ব্যক্তিগত অপরাধ গণ্য করে আ.লীগের বিরুদ্ধে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান ৫ মার্কিন আইনপ্রণেতার

উ. কোরিয়ার এজেন্ট সন্দেহে ১৮০০-এর বেশি চাকরি আবেদন বাতিল করল আমাজন

গ্রিনল্যান্ড ‘আমাদের পেতেই হবে’, ‘অভিযান’ চালাতে দূত পাঠাচ্ছেন ট্রাম্প

নিজ নামে ২ ‘সর্ববৃহৎ ব্যাটলশিপ’ নির্মাণ করছেন ট্রাম্প, সব মিলিয়ে ২৫টির পরিকল্পনা

ট্রাম্পকে তরুণদের ‘রোল মডেল’ বললেন এক সময়ের ঘোর বিরোধী নিকি মিনাজ