হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

চাঁদের উদ্দেশে আর্টেমিস–১ উৎক্ষেপণ করা হতে পারে আজ 

চাঁদের উদ্দেশে প্রেরণের জন্য অপেক্ষারত মহাকাশযান আর্টেমিস–১ উৎক্ষেপণের দ্বিতীয় প্রচেষ্টা করা হতে পারে আজ। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার দুপুর ২টা ১৭ মিনিটে আর্টেমিস–১ উৎক্ষেপণ করা হতে পারে বলে জানিয়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, নাসা জানিয়েছে—পাঁচ দিন আগে মহাকাশযানটির ইঞ্জিনের যে ত্রুটির কারণে যাত্রা বাতিল করা হয়েছিল সেই ত্রুটি সারিয়ে তোলা হয়েছে। এর আগে, গত সোমবার মহাকাশযানটিকে চাঁদের উদ্দেশে উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু যাত্রার মাত্র ৪০ মিনিট আগে দেখতে পাওয়া যায়, মহাকাশযানটির ৪টি ইঞ্জিনের একটির কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না। এ ছাড়া বৃষ্টি এবং বজ্রপাতের মতো প্রাকৃতিক ঘটনাও ছিল। যার কারণে সেদিন আর উৎক্ষেপণ সম্ভব হয়নি। 

নাসার পক্ষ থেকে আরও জানানো হয়েছে, ওই ত্রুটি ইঞ্জিনে ছিল না বরং ত্রুটি ছিল সংশ্লিষ্ট একটি সেন্সরের। সেন্সরটি ঠিকমতো কাজ না করায় ইঞ্জিনের কুলিং সিস্টেম ঠিকমতো কাজ করছে না বলে দেখা যায়। এই বিষয়ে মহাকাশযানটির উৎক্ষেপণ তদারককারী দল জানিয়েছে, আজ শনিবার উৎক্ষেপণের সময় আবারও যদি একই ত্রুটি দেখা দেয় তবে তা আর আমলে নেওয়া হবে না। 

মিশন আর্টেমিস–১ এর প্রজেক্ট ম্যানেজার জন হানিকাট বলেছেন, ‘কোনো সন্দেহের অবকাশ ছাড়াই আমরা নিজেদের নিশ্চিত করেছি যে, আমাদের ইঞ্জিনে ভালো মানের তরল হাইড্রোজেনই তোলা হচ্ছে।’ তিনি আরও জানিয়েছেন, মহাকাশযানটি যখন উৎক্ষেপিত হবে তার আগে ইঞ্জিনগুলোর তাপমাত্রা মাইনাস ২৫০ ডিগ্রি সেলসিয়াস (মাইনাস ৪২০ ডিগ্রি ফারেনহাইট) থাকতে হবে নইলে তরল হাইড্রোজেনের রক্ষণাবেক্ষণ ঝুঁকির মুখে পড়বে। এমনকি পৃথিবীর নিম্নতম কক্ষপথে প্রবেশের ৮ মিনিটের মাথায় ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হতে পারে বলেও জানিয়েছেন তিনি।

চাঁদের উদ্দেশে পাঠানো এই মিশনটিতে কোনো মানুষ নিয়ে যাওয়া হচ্ছে না। সবকিছু ঠিক থাকলে ৩৮ দিনের এই মিশনটি চাঁদে দিয়ে ফিরে আসবে আগামী ১১ অক্টোবর।

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প