হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ক্যারলকে ৮৩ মিলিয়ন ডলার জরিমানা দিতে ট্রাম্পকে আদালতের নির্দেশ

ধর্ষণের অভিযোগ অস্বীকার করে মার্কিন লেখিকা ই জিন ক্যারলের মানহানি করায় তাঁকে ৮৩ দশমিক ৩ মিলিয়ন বা ৮ কোটি ৩৩ লাখ ডলার জরিমানা দিতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। স্থানীয় সময় গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি আদালত সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে এই আদেশ দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

টানা পাঁচ দিন ধরে এই মামলার শুনানি চলেছে। শুনানি শেষে ম্যানহাটনের ফেডারেল আদালত রায়ে পৌঁছাতে মাত্র তিন ঘণ্টা সময় নেন। এই মামলায় ই জিন ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। কিন্তু আদালত তার ৮ গুণেরও বেশি অর্থ জরিমানা দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাম্পকে। তবে ট্রাম্পের আইনজীবীরা এই রায়ের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছেন।

আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় ই জিন ক্যারল এক বিবৃতিতে বলেছেন, ‘এটি প্রত্যেক নারীর জন্য একটি মহান বিজয়, যা তাঁদের আঘাতের পরও উঠে দাঁড়ানোর সাহস জোগাবে।’ তিনি আরও বলেন, ‘এই রায় প্রত্যেক ধর্ষক এবং যারা নারীদের নিচু চোখে দেখার চেষ্টা করে তাদের জন্য এক বিশাল পরাজয়।’ 

এলি ম্যাগাজিনের সাবেক এই কলামিস্ট ২০১৯ সালের নভেম্বরে ট্রাম্পের বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করেন। ক্যারল অভিযোগ করেন, ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছেন এই অভিযোগ অস্বীকারের মাধ্যমে তাঁর মানহানি করেছেন। সেই মামলায় ক্যারল ন্যূনতম ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার ক্ষতিপূরণ চেয়েছিলেন। 

মামলায় ক্যারল আরও অভিযোগ করেন, ১৯৯৬ সালে ম্যানহাটনের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্টাল স্টোর ড্রেসিং রুমে ট্রাম্প তাঁকে ধর্ষণ করেছিলেন। ২০১৯ সালে এই মামলা দায়ের করা হলেও তাঁর বিরুদ্ধে কার্যক্রম চালানো যায়নি। কারণ সে সময় তিনি মার্কিন প্রেসিডেন্ট হিসেব দায়মুক্তির সুবিধা পাচ্ছিলেন। 

পরে ২০২৩ সালের এপ্রিলে তাঁর বিরুদ্ধে দায়ের করা এই মামলার কার্যক্রম শুরু হয়। পরে সেপ্টেম্বরে ই জিন ক্যারলের মামলায় ট্রাম্পকে ধর্ষণকারী বলে আখ্যা দেন আদালত। পাশাপাশি ট্রাম্পকে অর্থদণ্ড দিতে হবে বলেও জানিয়েছেন। তবে জরিমানার পরিমাণ তখনো নির্ধারণ করা হয়নি। অবশেষে সেই বিষয়ে চূড়ান্ত রায় দেওয়া হলো।

ভারতের ওপর আসতে পারে ৫০০ শতাংশ শুল্ক, কংগ্রেসের বিলে ট্রাম্পের সবুজসংকেত

মোদি, মাখোঁ আমার কাছে নতিস্বীকার করেছেন: ট্রাম্প

যুক্তরাষ্ট্রে অভিবাসনবিরোধী অভিযানে গুলি, নারী নিহত

৬৬ জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নিচ্ছেন ট্রাম্প

ভেনেজুয়েলার তেল ‘অনির্দিষ্টকাল’ নিয়ন্ত্রণে ‘তিন ধাপের’ পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

রাশিয়া আর চীন একমাত্র যুক্তরাষ্ট্রকেই ভয় ও সম্মান করে: ট্রাম্প

রুশ পতাকাবাহী ট্যাংকারটি ধরেই ফেলল মার্কিন বাহিনী, আটলান্টিকে টানটান উত্তেজনা

ইউরোপজুড়ে তুষারপাতে বিপর্যয়: ৬ জনের মৃত্যু, শত শত ফ্লাইট বাতিল

সোভিয়েতকে তথ্য দিয়ে পশ্চিমাদের বিপদে ফেলেছিলেন যে সিআইএ এজেন্ট, তিনি মারা গেছেন

গ্রিনল্যান্ড দখলের পথ খুঁজছে যুক্তরাষ্ট্র, প্রয়োজনে সামরিক অভিযান: হোয়াইট হাউস