হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতি: চার দেশের ১৪ জনের ওপর মার্কিন নিষেধাজ্ঞা 

মধ্য আমেরিকার চার দেশের ১৪ ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিশ্চিত করেছেন। মূলত অগণতান্ত্রিক আচরণ ও দুর্নীতির অভিযোগে এসব ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

দেশগুলো হলো—নিকারাগুয়া, গুয়াতেমালা, হন্ডুরাস ও এল সালভাদর। নিষেধাজ্ঞাপ্রাপ্তদের মধ্যে ৪ জন নিকারাগুয়ার, ৪ জন গুয়াতেমালার, ৩ জন হন্ডুরাসের এবং ৩ জন এল সালভাদরের। এই ১৪ জনের ওপর যুক্তরাষ্ট্রের আইনের ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা অনুসারে এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ফেডারেল রেজিস্টারে প্রকাশিত এই প্রতিবেদনটি এমন ব্যক্তিদের চিহ্নিত করে যারা জেনেশুনে গণতান্ত্রিক প্রক্রিয়া বা প্রতিষ্ঠানকে অবমূল্যায়ন করেছে, উল্লেখযোগ্য দুর্নীতিতে লিপ্ত হয়েছে, বা গুয়াতেমালা, হন্ডুরাস, নিকারাগুয়া এবং এল সালভাদরে দুর্নীতির তদন্তে বাধা দিয়েছে। ইউনাইটেড স্টেটস-নর্দার্ন ট্রায়াঙ্গেল এনহেঞ্চড এনগেজমেন্ট অ্যাক্টের ৩৫৩ নম্বর ধারা—সংশোধিত—অনুসারে তালিকায় থাকা ব্যক্তিরা মার্কিন ভিসা পাওয়া ও যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য অযোগ্য বলে বিবেচিত হবে।’

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই অঞ্চলে শক্তিশালী গণতান্ত্রিক শাসনের প্রচার করা মার্কিন প্রশাসনের মূল কারণ এবং যুক্তরাষ্ট্রের অন্যতম কৌশলগত অগ্রাধিকার। দুর্নীতি ও অন্যান্য কার্যক্রম যা মধ্য আমেরিকায় গণতন্ত্রকে দুর্বল করে, অস্থিরতার দিকে নিয়ে যায় এবং অনিয়মিত অভিবাসন চালায়।’

বিবৃতিতে বলা হয়, ‘এল সালভাদর, হন্ডুরাস, গুয়াতেমালা ও নিকারাগুয়াতে আমরা আরও স্থিতিস্থাপক, ন্যায়সংগত এবং সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য গণতান্ত্রিক নিয়মের প্রচার, সংরক্ষণ ও পুনরুদ্ধার করার লক্ষ্যে কাজ করছি। আমরা দায়বদ্ধতা ও জবাবদিহির আওতায় আনার বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করে এই কাজ করি।’

মার্কিন পররাষ্ট্র দপ্তর বিবৃতিতে বিশ্বের দেশগুলোর সরকারি কর্মকর্তা, নাগরিক সমাজ, সাংবাদিক, বেসরকারি খাত এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে শক্তিশালী করতে ও দুর্নীতির অবসানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আলোচনায় বসতে চেয়েছে ইরান, তবে তার আগেই কিছু করে ফেলতে পারি: ট্রাম্প

ইরানে সামরিক হামলাসহ কঠোর পদক্ষেপের বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছাব: ট্রাম্প

৫১ বছর পর মার্কিন আকাশে ডুমসডে প্লেন, পারমাণবিক যুদ্ধের শঙ্কায় কাঁপছে সোশ্যাল মিডিয়া

ইরানে সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ বিবেচনা করছেন ট্রাম্প

রুবিও হবেন কিউবার প্রেসিডেন্ট—কোন হিসেবে বললেন ট্রাম্প

দেরি হওয়ার আগেই চুক্তি করে ফেল—কিউবাকে ট্রাম্পের হুঁশিয়ারি

ইরানে হামলার উপায় ভাবছে যুক্তরাষ্ট্র, হতে পারে বেসামরিক স্থাপনাতেও

গোয়েন্দাপ্রধান তুলসী গ্যাবার্ডকে মাদুরো উৎখাতের পরিকল্পনার বাইরে রেখেছিলেন ট্রাম্প

মাচাদোর নোবেল নিতে চেয়ে ট্রাম্প বললেন—এটি বড় সম্মানের

মাদুরোর মতো পুতিনকেও কি তুলে নেবে যুক্তরাষ্ট্র? যা বললেন ট্রাম্প