হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইউক্রেনকে আরও ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

ইউক্রেনকে আরও ২০ কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউস জানিয়েছে, ইউক্রেনের সামরিক তহবিলে আরও ২০ কোটি ডলার সহায়তা দেওয়ার অনুমোদন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বিবিসির এক প্রতিবেদনে আজ রোববার এই তথ্য জানানো হয়েছে। 

বাইডেন প্রশাসন জানিয়েছে, ২০২১ সালের শুরু থেকে এ পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ১২০ কোটি ডলার সহায়তা দিয়েছে। এই অর্থ বৈদেশিক সহায়তা আইনের মাধ্যমেই ইউক্রেনকে দেওয়া হয়েছে। 

হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রতিরক্ষা বিভাগের স্টক থেকে অস্ত্র এবং অন্যান্য প্রতিরক্ষা সামগ্রী কেনার পাশাপাশি সামরিক শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য এই অর্থ ইউক্রেন ব্যবহার করতে পারবে। 

হোয়াইট হাউসের এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, এই সহায়তার মধ্যে তাৎক্ষণিক সহায়তা হিসেবে বিমান বিধ্বংসী ব্যবস্থা ও ছোট অস্ত্রশস্ত্র দেওয়া হবে। 

বিবিসি বলছে, মার্কিন কংগ্রেস ইউক্রেনের জন্য ১ হাজার ৩৬০ কোটি ডলার মূল্যের জরুরি সহায়তা অনুমোদনের পরই এই সামরিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে হোয়াইট হাউস। 

উল্লেখ্য, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য পশ্চিমা মিত্রদের দেওয়া অ্যান্টি-ট্যাংক লঞ্চার এবং বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্রসহ সামরিক সহায়তা এরই মধ্যে ইউক্রেনীয় সেনারা কার্যকরভাবে ব্যবহার করেছে।

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

গাজার ‘বোর্ড অব পিস’ মূলত ‘ট্রাম্পের জাতিসংঘ’, নাক গলাবে বৈশ্বিক সংঘাতেও

গ্রিনল্যান্ড না দেওয়ায় ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

ইরানে বিক্ষোভে কয়েক হাজার মানুষের প্রাণহানি, জানালেন খামেনি নিজেই

গ্রিনল্যান্ড ডেনমার্কেরই থাকবে, যুক্তরাষ্ট্রের দ্বিদলীয় প্রতিনিধি দলের আশ্বাস

গাজায় ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, টনি ব্লেয়ারসহ সদস্য হলেন যাঁরা

গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলে শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ট্রাম্পকে নোবেল পদক দিয়ে নামাঙ্কিত ব্যাগ পেলেন মাচাদো, কোনো আশ্বাস কি মিলল

নিজের নোবেল পদক ট্রাম্পকে দিলেন মাচাদো

ইরান হামলার ক্ষেত্রে সময় অনুকূলে—‘ইঙ্গিত’ দিচ্ছেন ট্রাম্প