হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

পুলিশি অভিযানে ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীমুক্ত কলাম্বিয়ার ক্যাম্পাস, গ্রেপ্তার কয়েক ডজন

যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে অবস্থিত কলাম্বিয়া ইউনিভার্সিটির ক্যাম্পাসে তিন ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। এই সময়ের মধ্যেই বিক্ষোভকারীদের দখল করা হল থেকে বের করে ক্যাম্পাসের বাইরে পাঠানোর দাবি করেছে তারা। একই সঙ্গে বলেছে, এই অভিযানে কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। 

এক সপ্তাহেরও বেশি সময় আগে কলাম্বিয়া ইউনিভার্সিটিতে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন একদল শিক্ষার্থী ও শিক্ষক। ক্রমেই সেই আন্দোলন বড় হতে থাকে এবং যুক্তরাষ্ট্রের আরও অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়ে তা ছড়িয়ে পড়ে। 

আন্দোলনের শুরু থেকেই কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর মনোভাব দেখিয়েছে। বিক্ষোভকারীরা হল দখলের আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন সতর্ক করে নির্দেশ জারি করেছিল যে, আন্দোলন শেষ না করলে অংশগ্রহণকারীদের ছাত্রত্ব স্থগিত করা হবে। তবে বিক্ষোভকারীরা সেই হুমকি আমলে না নিয়ে আন্দোলন চালিয়ে গেছেন। সর্বশেষ তাঁরা একটি হলও দখল করে নেন এবং ফিলিস্তিনি শিশু হিন্দের নাম অনুসরণ করে সেটির নামও রাখেন হিন্দস হল। 

তবে বিষয়টি ভালোভাবে নেয়নি কলাম্বিয়া ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। তাঁরা শিগগির পুলিশ ডেকে পাঠায়। স্থানীয় সময় গতকাল রাত ৯টার দিকে অভিযান শুরু করে পুলিশ। তিন ঘণ্টার বেশি সময় ধরে চলা অভিযানে বিক্ষোভকারীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের হ্যামিল্টন হল উদ্ধার করার দাবি করেছেন নিউইয়র্ক পুলিশের এক মুখপাত্র। 

নিউইয়র্ক পুলিশের মুখপাত্র জানিয়েছেন, তিন ঘণ্টার মধ্যেই ক্যাম্পাস বিক্ষোভকারীমুক্ত হয়ে যায়। এ সময় তিনি জানান, এই অভিযান চলাকালে বেশ কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হল দখলমুক্ত করার পাশাপাশি তারা ক্যাম্পাসে বিক্ষোভকারীদের যেসব তাঁবু বা অস্থায়ী আবাস আছে, তাও- সরিয়ে ফেলবে। 

এদিকে, পুলিশ হ্যামিল্টন হল দখলমুক্ত করে দিলেও বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নেমাত মিনোশে শফিক তাৎক্ষণিক একটি চিঠিতে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে আগামী ১৭ মে পর্যন্ত কলাম্বিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাসে থেকে যেতে অনুরোধ করেছেন, যাতে করে আগামী ১৫ মে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতক সমাপনী অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায় এবং নতুন করে বিক্ষোভকারীরা আর কোনো তাঁবু বসাতে না পারে। 

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইসরায়েলবিরোধী বিক্ষোভে প্রকম্পিত যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোর ক্যাম্পাস। গত ১৭ এপ্রিল কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদকারী শিক্ষার্থীদের সরাতে ক্যাম্পাসে নিউইয়র্ক পুলিশ প্রবেশ করে শতাধিক শিক্ষার্থীকে গ্রেপ্তার করার পর বিক্ষোভের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রজুড়ে। গত এক সপ্তাহে পুলিশ ৫৫০ জনেরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে।

আরও পড়ুন:

যুক্তরাষ্ট্রকে বর্জন করে কোথায় যাচ্ছেন কানাডার পর্যটকেরা

বাইডেনের সময় ইসরায়েলকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করেছিল যুক্তরাষ্ট্র

এপস্টাইন ফাইল: নতুন ছবিতে বিল ক্লিনটন ও বিল গেটসসহ প্রভাবশালী অনেকে

লাতিন আমেরিকাজুড়ে শিগগির ‘স্থল অভিযান’ শুরু করবেন ট্রাম্প

বড় কোম্পানি থেকে ‘ভারতীয় নির্মূলের’ আহ্বান মার্কিন জরিপকারীর, সমালোচনার ঝড়

গর্ভে সন্তান আছে কি না পরীক্ষা করে ভিসা দেবে যুক্তরাষ্ট্র

মোদি-ট্রাম্প ফোনালাপ

যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যেই ভেনেজুয়েলার ন্যাশনাল গার্ডের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন প্রকাশ

ধনীদের মার্কিন নাগরিকত্ব দেবে ‘ট্রাম্প গোল্ড কার্ড’, মূল্য ১০ লাখ ডলার

মার্কিন সামরিক বাহিনীর ব্যয়ের জন্য রেকর্ড ৯০১ বিলিয়ন ডলারের বাজেট