হোম > বিশ্ব > যুক্তরাষ্ট্র ও কানাডা

ইরানে হামলা: কংগ্রেসে কৈফিয়ত দিতে হবে ট্রাম্পকে

আজকের পত্রিকা ডেস্ক­

ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রকে কেন ইরান-ইসরায়েল সংঘাতে জড়ানো হলো, প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে তার কৈফিয়ত চেয়েছেন ডেমোক্র্যাট সিনেটর চাক শুমার। কংগ্রেসের অনুমোদন ছাড়া তিনি কীভাবে এ সিদ্ধান্ত নিয়েছেন, তার স্পষ্ট জবাব জানতে চেয়েছেন ওই ডেমোক্র্যাট নেতা। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে শুমার বলেন, আজ রাতে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো সম্পর্কে মার্কিন জনগণ ও কংগ্রেসকে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে ট্রাম্পকে। এই পদক্ষেপগুলো মার্কিন নিরাপত্তার ওপর কেমন এবং কতটা প্রভাব ফেলতে পারে, তা-ও তাঁকে জানাতে হবে।

এ সময় তিনি ট্রাম্পের ‘অদূরদর্শিতার’ কড়া সমালোচনা করেন। শুমার বলেন, কোনো ধরনের কৌশল ছাড়া, কেবল হুমকি দিয়ে এভাবে যুদ্ধে যোগ দেওয়ার অর্থ কী? একতরফাভাবে কেবল প্রেসিডেন্টের সিদ্ধান্তেই দেশকে যুদ্ধে জড়ানো কতটা যৌক্তিক, সেই প্রশ্নও তোলেন তিনি। শুমার বলেন, ‘অবশ্যই যুদ্ধে ক্ষমতা আইন কার্যকর করতেই হবে। আমি সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা জন থুনকে অনুরোধ করছি, যেন তিনি এটি অবিলম্বে সিনেটের আলোচ্যসূচিতে তোলেন। আমি এই প্রস্তাবের পক্ষে ভোট দেব এবং সব দলের সিনেটরদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারাও এর পক্ষে ভোট দিন।’

তাঁর ভাষ্যমতে, ইরানের বিরুদ্ধে লড়তে হলে এবং সেই লড়াইয়ে জিততে হলে সাহস, স্থিরতা ও স্পষ্ট কৌশল প্রয়োজন। ট্রাম্প যেভাবে অস্থির হয়ে সিদ্ধান্ত নিচ্ছেন, তাতে বিপদ বাড়বে বই কমবে না। তিনি বলেন, ইরানের ‘সন্ত্রাস’, পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা ও আঞ্চলিক আগ্রাসনের মোকাবিলা করতে হলে সাহস, স্থিরতা ও স্পষ্ট কৌশল দরকার। আজকের পদক্ষেপের ফলে আরও বিস্তৃত, দীর্ঘমেয়াদি ও ধ্বংসাত্মক যুদ্ধের আশঙ্কা মারাত্মকভাবে বেড়ে গেছে।

শুরু থেকে যুক্তরাষ্ট্রের ইরানযুদ্ধে জড়ানোর বিরোধিতা করে আসছিলেন দেশটির ডেমোক্র্যাট-রিপাবলিক দুই শিবিরের নেতারাই। গত শুক্রবার (২০ জুন) হোয়াইট হাউস জানিয়েছিল, যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়াবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে দুই সপ্তাহ পরে। কিন্তু দুই দিন না পেরোতেই ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে বসল যুক্তরাষ্ট্র। হামলার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে এ নিয়ে বইছে সমালোচনার ঝড়।

মার্কিন নাগরিকদের অবিলম্বে ভেনেজুয়েলা ছাড়তে বলল স্টেট ডিপার্টমেন্ট

এইচ-১বি ভিসার ফি বাড়ানোর পর এবার যাচাই প্রক্রিয়াও কঠোর করল ট্রাম্প প্রশাসন

সোমালি অভিবাসীদের ‘আবর্জনা’ বললেন ট্রাম্প

আমি আগের তুলনায় এখন আরও বেশি প্রাণবন্ত—বলেই মন্ত্রিসভায় ঘুমিয়ে পড়লেন ট্রাম্প

বাইডেনের ‘অটোপেনে’ সই করা সব নথি বাতিল করছেন ট্রাম্প

গ্রিন কার্ড থেকে নাগরিকত্ব—১৯ দেশের অভিবাসীদের সব আবেদন থামিয়ে দিল যুক্তরাষ্ট্র

নিউইয়র্কে শ্রম আইন লঙ্ঘন: ৩ কোটি ৫০ লাখ ডলার জরিমানা দিচ্ছে স্টারবাকস

ট্রাম্পের এমআরআই পরীক্ষার রিপোর্টে যা আছে

‘শিগগির ক্ষমতা ছাড়’—মাদুরোকে ট্রাম্পের আলটিমেটাম

আমার মাথায় সমস্যা নেই, বিশ্বাস না হলে এমআরআই রিপোর্ট দেখাব—সাংবাদিকদের ট্রাম্প